1.According to me, she is an honest girl.
2.According to the teacher, she is an honest girl.
3.According to my opinion, she is an honest girl.
প্রথম বাক্যে অর্থ "আমার মতে", দ্বিতীয় বাক্যে অর্থ "শিক্ষকের মতে"- দুটোতেই "মতে" থাকলেও বা বাক্যের গঠন ঠিক থাকলেও, এদের মাঝে একটি বাক্য ভুল আরেকটি সঠিক।
প্রথম বাক্যটি ভুল, দ্বিতীয় বাক্যটি সঠিক। কেন? বলছি কারণ-
বক্তা নিজেকে বুঝাতে according to ব্যবহার করে না, অন্য কারো মতামত বুঝাতে according to ব্যবহৃত হয়। নিজের মতামত বুঝাতে to বসে।
To me she is an honest girl. (সঠিক বাক্য)
এবার তিন নাম্বার বাক্যে আসি, এখানে সমস্যা কই? এখানে তো according to নাই! এখানে সমস্যা হল, opinion এর সাথে according to বসে না, তার পরিবর্তে In বসে।
In my opinion, she is an honest girl. (সঠিক বাক্য)
Verb হিসেবে opinion না বসে opine বসে। তবে তখন এর পরে "that" clause থাকে।
He opined that 30th may, 2015 was the most memorable day of his life.
(এই তারিখটা অজান্তে লিখে ফেলসি, লেখার পরে মনে হইসে এই তারিখে দীপিকা পাড়ুকোনের সাথে দেখা হইসিল
আজকের মত বিদায়।
ইংরেজি শিক্ষার আসর-৩ Click This Link
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



