পেটে ভীষন ক্ষুধা, নাই ভাত-ডাল।
আমরা আবার গড়ব নাকি দেশকে ডিজিটাল।
চাকরী নাই হাজার বেকার আছে ঘরে ঘরে,
এসব ভাবনা এখন নয় সবি হবে পরে।
“পড়ালেখা করে যে গাড়ি-ঘোড়া চড়ে সে”
এই কথা গুরুজনে বলে।
চাকরী খুঁজে ক্লান্ত বেকার ব্যর্থ হয়ে-
পরে গাড়ির তলে।
যায় না কভু মাঝে সাঝে আসে দেখি বিদ্যুৎ,
“বিদ্যুৎ বিহীন ডিজিটাল দেশ” ওমা কি অদ্ভুত!!
“পানির মত সহজ” প্রবাদ অতি পরিচিত,
সহজ এই পানিটাও সবাই যদি পেত।
গ্যাসের উপর ভাসছে নাকি, কোথায় সেই গ্যাস?
বিদ্যুৎ, গ্যাস, পানি ছাড়াই সোনার বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





