বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের দুই শীর্ষ নেত্রীর অবসরের দাবিতে ডাকা গতকাল সোমবারের আধাবেলা হরতাল সফল হয়েছে বলে দাবি করেছেন 'গড়বো বাংলাদেশ বিপ্লবী দল' এর উদ্যোক্তা সদস্য প্রফেসর শাহেদা।
গতকাল সোমবার বিকালে বনানীর অস্থায়ী দলীয় কার্যালয়ে হরতাল পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
তার ভাষায়, 'ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত দুই নেত্রী প্রতিহিংসা, সাংঘর্ষিক ও অনৈক্যের যে রাজনীতির জন্ম দিয়েছেন তার জন্য তাদের জবাবদিহি করতে হবে। রাজনীতির গুণগত উত্তোরণের জন্য দুই নেত্রীকে আজ অথবা আগামীকাল অবসর নিতেই হবে।
আপনারা কি জানেন, গতকাল কোথায় হরতাল হয়েছে?
তবে, মহাখালী-আমতলীতে কয়েকটা ছোট ছোট পোষ্টার দেখেছিলাম।
শাহেদা, তোমাকে যে কথা বলতে চাই।
- মানলাম ২ নেত্রীই অপকর্ম করেছে, কিন্তু তুমি যে চাক্ষুষ মিথ্যা কথা কইলা যে হরতাল সফল হয়েছে!!!! আর তোমার রাজনীতি কোন নেতা-নেত্রীর চেয়ে ভালো হবে তা এখনও বুইঝা ফালাইতেচি।
- তুমি তো তোমার নাম থেইক্কা একজন বড় রাজনীতিবিদ (ওবায়দুর রহমান) কে বাদ দিয়া দিছ, কবেযে তুমি জনগনরে নিজের স্বার্থে বাদ দিয়া দাও বুঝতাছিনা।
- তোমাকে বুঝতে হবে
২ জন নেত্রী রাজনৈতিক বয়সে তোমার গুরু
আর তোমার কেবল শুরু!!!!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




