সারাদেশের ২৩ হাজারেরও বেশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক লাখের বেশি শিক্ষকের চাকরি সরকারি হবে বলে আশা করা হচ্ছে।
আগামী বুধবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেবেন বলে মনে করেন বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা।
আজ থেকে প্যারেড গ্রাউন্ডে মঞ্চ বানানোর কাজ চলছে, সম্মেলনে আসতেছেন শিক্ষকরা।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক প্রতি মাসে বেতন পান প্রায় ১০০০০ টাকা আর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পান মাসে ৪০০০ টাকা। এছাড়া সরকারী হলে আরো অনেক সুযোগ সুবিধা বাড়বে।
শিক্ষকরা আন্দোলন করতেছিল বহু বছর যাবত, দীর্ঘ ২৩ বছর।
দেশের সার্বিক অবস্থা বেশ খারাপ হলেও এই প্রায় ২৩ হাজার বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাদের জন্য এটা বেশ সুখবর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




