মাননীয় প্রধানমন্ত্রী
মনে বড্ড ভয়, ক্যান? আপনার ছাত্রলীগের অস্ত্রের মহড়া আর দেশের খুন-গুমের রাজনীতি দেখে।
তারপরেও আপনার কাছে একটা প্রশ্ন থেকে যায়।
আপনার কি মনে পড়ে? ১০ টাকার চালের কথা আপনি অস্বীকার করেছেন। বলেছেন যে সেটা আগের টার্মে বলেছেন!!
আপনি কি কখনও বাজারে গিয়ে আমাদের আহাজারি দেখেছেন?
কয়েক বছর আগে যে ডিমের হালি ছিল ১২ টাকা এখন ১ খানা কিনতে হয় ১০ টাকা দিয়ে।
সেদিন দেখলাম একজন মহিলা দোকানে গিয়ে জিজ্ঞেস করলো, ১টা ডিম কত? দোকানদার ১০ টাকা বলতেই সে বল্ল ক্যান ৯ টাকা না?
দোকানদারের না সূচক জবাবে সে ডিম না কিনে ফেরত গেল।
তাইতো আপনার কাছে একটা প্রশ্ন, আমার কি অপরাধ যে আমি একটা ডিমও খেতে পারব না?
যখনই দোকানে গিয়ে কোন একটা জিনিসের দাম জিজ্ঞেস করি, দেখি তা ১৫ মিনিট আগের থেকে বেশী হয়ে গেছে!!
শুধু চাল-ডাল-মাছ-তরকারীই নয়, মূদী দোকানের তেল-সাবান-লবনের দামও মনে হয় সেকেন্ডে সেকেন্ডে বাড়ে।
ক্যান বাড়ে?
আপনার বক্তৃতায় সারাক্ষণই খালেদা জিয়ার দোষ আর যুদ্ধাপরাধীদের বিচার থাকে। আপনি আঙুল উঁচু করে বক্তৃতা দেন। এইগুলো শুইনা তো আমাদের পেট ভরে না। শুধুমাত্র নির্বাচনের সময় সপ্তাহখানিক দৈনিক ২ কাপ ফ্রী চা তে তো আমাদের ৫ বছর কাটে না। আমাদের প্রতিদিনই ক্ষুধা লাগে।
আপনি কি আপনার দলের ছাড়া কাউকে চাকরীর সুবিধা দেন?
৬৪ জেলা হতে ৩২০০০ পুলিশ নিয়োগে শুধুমাত্র আপনার জেলা থেকেই নিয়োগ ৮০০০!!
দয়া করে শুধুমাত্র আপনার দলের নেতা-কর্মীদের উন্নয়নের কথা না ভেবে আমাদেরকে একটু শান্তিতে থাকতে দেন। আমাদেরকে দয়া করুন।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




