জামায়াত-শিবিরের চরম হিংস্রতায় মাথা-শরীর থেঁতলে যাওয়া পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম যখন রাস্তায় পড়ে ছিলেন অজ্ঞান হয়ে, যখন ভয়ে কেউ এগিয়ে আসেনি তাকে উদ্ধারে, তখনই কাছে এলেন
- একজন ঝরনা বেগম। ঝরনা স্থানীয় একটি বিউটি পার্লারে কাজ করেন।
রাস্তায় পড়ে থাকা পুলিশ সদস্য জাহাঙ্গীরকে বাঁচাতে এগিয়ে আসেন তিনি। আসেন ২ জন সংবাদকর্মীও। পাঁজাকোল করে জাহাঙ্গীরকে ব্যাটারিচালিত রিকশায় তোলেন। ওই নারী তার ওড়না দিয়ে জাহাঙ্গীরের মাথা পেঁচিয়ে রক্ত আটকানোর চেষ্টা করেন এবং রক্তাক্ত মাথা কোলের ওপর নিয়ে রিকশায় বসেন।
দুপুর ২টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছিলেন।
ঝরনা বেগমের সাহসীকতা ও আন্তরিকতার জন্য ধন্যবাদ জানাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




