তার সাথে সেই প্রথম দেখার পর কেটে গেছে অনেক দিন............ বান্ধবীর কাছে জানলাম, সে তার কাজিন (কে যে কার কাজিন, আমিও বুঝতে পারছি না, পাঠক কষ্ট করে বুঝে নিবেন)
“প্রথম দেখায় প্রেম” টাইপের কোন ব্যাপারই ছিল না.........প্রায় ভুলেই গিয়েছিলাম তার কথা.........
বান্ধবীর সাথেও মেলা দিন দেখা সাক্ষাত নাই...............হটাতই তার ডাক আসল......... এইবার লালবাগের একটা কোচিং-এ.........যেয়ে দেখি তিনিও আছেন.........দেখলেই বুঝা যায়, ভালই আছেন......... শরীর সাস্থ্যও ভালই (তিনি বরাবরই একটু ওজনদার, এইটা নাকি তাদের খানদান)............আমারে দেইখ্যা তিনি কয়টা cloud 9 কিনলেন এবং আমারে একটা দিয়া, বাকিগুলা নিজেই রাখলেন......... মেজাজটা ব্যাপক খারাপ হইল, এত সুন্দর একটা মেয়ে, এত সুন্দর হাসি, এত সুন্দর গলার স্বর কিন্তু এত্ত মোটা কেন? তার উপর আবার একের পর এক চকলেট খায়, ধইরা পিটন দেয়া উচিত।
আমি আমার স্বভাব অনুযায়ী হালকা টীজ করলাম। অরে বাবা! এই মেয়ে দেখি ঝগড়া করতেও ওস্তাদ!!! কথা মাটিতে পড়তেই দেয় না, তার আগেই ধরে ছুরে মারে, গায়ে বেশ লাগেও। সেন্স অব হিউমারও ভাল। অন্য মেয়েদের মত টিউব লাইট না।
সত্যি বলতে কি, আমার কিন্তু ঝগড়া করতে খুব ভাল লাগছিল, মনে হচ্ছিল এই পথ যদি শেষ না হত, তবে বেশ হত।
কিন্তু পথ পথের নিয়মেই শেষ হল...... সে চলে গেল তার পথে, আমি যে ব্যথাতুর চোখে তাকায়া তাকায়া দেখলাম, তা সে খেয়ালই করল না!!!!!!!!!!!!!!!
বান্ধবীরে কইলাম, তোমার বোনটারে আমার পছন্দ হইছে, আমারে দেও। শুনে সে হেসেই বাচে না............মনে করছে আমি ফাজলামো করতেছি.........
অনেক বার বলার পর কইলো, পারলে জয় কইরা নেও।
হ্যা!!!! আমি তাকে জয় করেছি!!!!!!!!!!
তাহার সাথে প্রথম দেখা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




