এই পোস্টটি এই সিরিজের তৃতীয় পর্ব, যারা আগের পর্ব দুইটা পড়তে আগ্রহী, কস্ট করে আমার ব্লগ থেকে পড়ে আসতে পারেন... মোবাইল থেকে লিংক দিতে পারছি না
বান্ধবীর কথা মত জয় করার পথে অগ্রসর হবার সিদ্ধান্ত নিলাম... ... বান্ধবী পই পই করে বলে দিল, কাজ মোটেও সহজ হবে না (সহজ পথে হাটার কি কোন মজা আছে, আমি কঠিনেরে ভালবাসিলাম)... ... এই জানাইল যে, এর আগে জনৈক ব্যক্তি, তার মন গলানোর অনেক কসরত করে, শেষে ব্যর্থ হয়ে নাকি আক্ষেপ করে বলেছে, এর চেয়ে পাথর গলানোও নাকি সহজ... ... শুনে একটু যে দমে গেলাম না, তা বল্লে মিথ্যা বলা হবে... ... অবশ্য হাবে ভাবে প্রকাশ করলাম না...
অনেক অনুরোধ আর ঘ্যান ঘ্যানের পর বান্ধবী ওর(আমার বর্তমান বউ) ফোন নম্বরটা দিল। নম্বর পেয়েই সময়ে, অসময়ে ওকে মিসকল দিতে লাগলাম... ... কল ব্যাক করলে ধরি না... ... পরে শুনেছিলাম, আমার অত্যাচারে অতিষ্ট হয়ে, সে আমার নম্বর ঝামেলা নামে সেভ করেছিল।
কথায় আছে, চোরের দশ দিন আর গৃহস্থের একদিন... ... জগতের নিয়মে আমার ধরা পরতেই হল :-(
সেদিন টয়লেটে গিয়েছি বড় কাজের উদ্দেশ্যে... ... ভুলে ফোনটাও সাথেই ছিল... খুবই ক্রিটিকাল মোমেন্টে ফোনটা বাজল... অপরিচিত নম্বর... ... ওই সময় কল রেট অনেক বেশি ছিল, তাই কিন্তু কিন্তু করেও ফোনটা ধরলাম....ওপাশের গলা শুনেই বুঝলাম ধরা খেয়েছি।
ভাগ্য ভাল ও চিনে নাই... ওই রকম অবস্থায় কোনমতে ফোনটা রাখতে পারলেই আমি বাচি... কোনমতে কইলাম, দয়া করে ঝারি দিয়েন না, আমি আপনার খুবই চেনা একজন। পরে লজ্জা পাবেন... শুনে বলে আপনে যেই হন না কেন ঝারি দিয়া কখনই জ্জা পাব না (সত্যিই এখনও বলে ঠিকই ছিল )
আর কি ভাগ্য, ওই দিনই বান্ধবী গেছে ওদের বাসায়, আর যায় কই, আন্দাজের উপর তারে চার্জ করছে, এইটা শা... ভাইয়ের নম্বর, তাই না?
বান্ধবী ভয়ে ভয়ে দিসে সব ফাস কইরা... ভাগ্য ভাল আমার প্রেম প্রেম ভাবের কথা বেমালুম চাইপা গেছে... সবকিছু দুষ্টুমী বইলা চালায়া দিছে...
তো, অত:পর, তার ফোনবুকে আমার নম্বর ঝামেলা থেকে শামেলা হয়ে যায়... অনেক দিন তাই ছিল ... এমনকি আমার ব্লগের নামও শামেলা'র ব্লগ... বলা বাহুল্য এইটাও ওর কাজ।
তাহার সাথে প্রথম দেখা -২
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১২ রাত ১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




