![]()
প্রত্রিকাটি আমার পছন্দের তালিকার মধ্যে নেই। তারপরও মাঝে মাঝে ডু মারি। দেখি তারা কি করে। আজ এমন একটি নি্উজ দেখলাম যে ঘটনাটি নিয়ে আমি গত কিছু দিন ধরেই লিখছি। কিন্তু কে শুনে কার কথা। আমার মত এমন রাজনীতিতে বোকাসোকাদের কথা না শুনাটাইতো রাজনীতি। তবে আজ এ লিখাটি দেখে সবার সাথে শেয়ার করতে মন চাইল। আসলেই বামরা আওয়ামীলীগকে গিলে ফেলেছে। ছাত্রলীগ আর ভবিষ্যত আওয়ামীলীগের নেতৃত্বের আসনে নেই।এই আসন এখন ছাত্রইউনিয়ন তথা বামদের দখলে। আসুন বর্তমান আওয়ামীলীগ তথা মহাজোট সরকারে বামদের দৌরাত্ব দেখি।
মহাজোট সরকারের সব গুরুত্বপূর্ন মন্ত্রীই বাম থেকে আসা, কিছু খুছরা মন্ত্রী ছাড়া। দেশের বর্তমান রাজনৈতিক সমস্যা এই বামাদের দৌরাত্বের মধ্যেই নিহিত। আপনি কোন অবস্হাতেই বর্তমান সরকারকে আওয়ামীলীগ সরকার বলেতে পারেননা যদি আমদের গুরুত্বপূর্ন মন্ত্রীদের পরিচয় পান। এটাকে বলা যায় শেখ হাসিনার (আওয়ামীলীগের) নেতৃত্বে কমি্উনিস্ট বা বামু সরকার।
সরকারের কৃষি, অর্থ, শিক্ষা, চিকিৎসা, তথ্য, বিচার, নৌ যোগাযোগ, শিল্প, গৃহায়ন ও গনর্পূত, বিগ্ঞান ও প্রযুক্তি সহ সকল মৌলিক মন্ত্রনালয় এখন বামদের হাতে। এছাড়াও আছেন বাবু সুরন্জিত সেন এবং নুরুল ইসলাম লেলিন। এদেরকে বিভিন্ন গুরুতুপূর্ন স্হানে পদায়ন করে আওয়ামীলীগকে দখলে নেওয়ার এই মূল পরিকল্পনায় আছেন মতিয়া চৌ এবং শফিক আহমেদ।
আগের এক লিখায় লিখেছিলাম আওয়ামীলীগ সংকটে থাকলে দেশ সংকটে পড়ে। আজও তাই। জাত আওয়ামীলীগার বংগবন্ধুর সৈনিকেরা আজ নিজ ঘরে পরবাসী। এর থেকে পরিত্রানের উপায় কি?
লিংক দেখুনঃ Click This Link
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




