গতকাল ব্লগে পূর্বাভাস করেছিলাম, এই সরকার কমপক্ষে তিন বছর ক্ষমতায় থাকার খোয়াব দেখলেও তিন মাসও ক্ষমতায় থাকতে পারবেনা। আরও লিখেছিলাম তোফেয়েল ভাইয়ের ভূল সিদ্ধান্তের কথা। এ বিষয়ে বিস্তারিত জানতে এখানে দেখুন: Click This Link
বাস্তবতার নিরিখে বলছি - শেখ হাসিনা আওয়ামীলীগকে ডুবিয়ে দিয়ে যাবে, আগামী ২০ বছরের জন্যে। এই প্রতিকূল পরিবেশে দলের দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং বংগবন্ধুর স্নেহধন্য নেতাদের বলছি, আওয়ামীলীগকে বাঁচান। সময় পুরিয়ে যাচ্ছে, আগামী ১ সপ্তাহের মধ্যে যদি সমাযোতায় পৌঁছানো না যায়, তবে বাংলাদেশের মাঠে ময়দানে আওয়ামীলীগের কর্মীদের নির্যাতিত হওয়ার কাহিনী শুনার জন্য আপনারা প্রস্তুত হোন।
শেখ হাসিনার ভূল সিদ্ধান্তই আজ দলকে গভীর সমুদ্রে ডুবন্ত নৌকার মত করে ফেলেছে। এই মুহুর্তে কোন কৌশলই আর কাজ হবেনা, কারণ সব দরজা শেখ হাসিনা বন্ধ করে ফেলেছে আগেই।
আমার পরামর্শ: ১) প্রেসিডেন্ট কে নির্বাচনকালীন সরকারের প্রধান করার জন্যে বিরোধী দলের সাথে আপোষের চেষ্টা করা - খালেদা রাজী হবে কিনা নিশ্চিত নই।
২) সেক্রেটারী এখনই পরিবর্তন করে মোহাম্মাদ নাসিমকে দায়িত্ব দেয়া হোক।
৩) দলীয় সভানেত্রীর পদ থেকে হাসিনার পদত্যাগের আগাম ঘোষণা দেয়া হোক। আগামী নির্বাচনের পর তিনি দায়িত্ব পালন করবেন না সে ঘোষণা এখনই দেয়া হোক। এবং পরবর্তী সভাপতি নির্বাচনের ব্যবস্হা এখনই নেয়া হোক।
আশা করছি উপরোক্ত ব্যবস্হাগুলো নিলে কিছুটা হলেও মানুষের সহানুভূতি পাওয়া যাবে আর ভূলের মাশুল ও দেয়া হবে। জানিনা আমার এই দূর্বল কথাগুলো বংগবন্ধু কন্যার কানে পৌছাবে কিনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




