[ জার্মানীর কোন একটা গাড়ীর এ্যাড ছিল এমন- ফিনফিনে স্লিপিং ড্রেস পরা মডেল কন্যা ঘুম থেকে উঠে দরজা খুলে দেখে লনে একটা টকটকে লাল গাড়ী দাড়ানো । হাঁটতে হাঁটতে সে গাড়ীর কাছে গিয়ে স্লিপিং ড্রেস টা ফেলে দিয়ে বলে এমন গাড়ী থাকলে ড্রেসের কোন প্রয়োজন নেই
নারী !!!!
তোমার অনাবৃত উপরিভাগ
আবরণ তাতে অনাবশ্যক
কোকাকোলার বোতলের মত সরু দেহের ভাঁজ
আশি বছরের বৃদ্ধ কবি
সেও তোমাকে চায়
উত্তপ্ত আকাংখায় না হউক
শব্দের হোলিখেলায় তোমাকে নিজের করে নেয়
হয়ে উঠে কবিতা , তিনি হন কবি।
নারী দেহ , কবিতার আগ্নেয়গিরি
অনবরত লাভার স্ফুরন
শব্দের বাঁধে কবি শুধু চর বাঁধছে।
সেরা কবি, শতাব্দী শ্রেষ্ঠ কবিতা
অনাবশ্যক উষ্ণ বাক্য , নারী, কবি ,কবিতা
লজ্জা পেয়ে যায় বারবণিতা ।।
শিল্পীর সেরা শিল্পকর্ম
অনাবৃতা তাতেও তুমি
হরিণী চোখ
আকর্ষনীয় অংশ আরও নীচে
বরফ ঢাকা নয়, তপ্ত মরু
ম্লান তাতে পাক-আফগান গিরি ।
তুলির পরশ , নাইবা হল শরীরি আমেজ
তুলিতেই উপভোগ্য তুমি অনাবৃতা
উপভোগে মত্ত লাখো চোখ
মিলিয়ন ডলারের শোভা বর্ধক।
ওহে নারী
তোমার ভালবাসা নয়
প্রেম স্নেহ নয়
মাতৃত্ব নয়
শব্দের সুষমায় কবির লোলুপতা
শিল্পীর তুলিতে তুমি ধর্ষিতা ।
কবি বা শিল্পী আজ কাঠগড়ায়
ক্ষমা করতে দ্বিধা কোথায়
তুমিই যখন বিকিয়ে দাও
নির্লিপ্ত অনাবৃত স্বর্ত্বা
কেঁদে উঠে প্রতিভাহীন এই আত্মা ।।
সময় ১১.৪০ রাত্রি ।। ১৮।১২।১৯৯৯
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০০৯ রাত ১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




