জোছনা মাতাল ফাগুনের অভিবাদন ।
অবাক হই দরজা খুলে আদি পথে
নিজেকে উৎসর্গ অথবা বিলীন করে
হাতে হাত অথবা শূণ্য হাতে সামনে আগাই ।
নিশি পাওয়া মানুষের মত
নিজেকে হারানো মানুষের মত
নিজেকে খুজে ফিরা মানুষের মত
নিজেকে বিলিয়ে দেয়া মানুষের মত
নিজেকে সমীহ করা মানুষের মত
অথবা শুধুই মানুষের মত ।
পাপ পূণ্যের বোধ শূণ্যে মিলায়
পাওয়া না পাওয়ার ক্ষোভ উপেক্ষিত
অপেক্ষা , ক্লান্তি, বেদনাহত
বোধ ও বিবেকের হিসেব নিঃশেষিত ।
ফিরে আসতে হয়, ফিরে আসার পথ ধরে
ফিরতি পথে মায়া থাকে, বাসনা থাকে
থাকে ভাল লাগা অথবা অভ্যস্ততা ।
অভ্যস্ত মানুষ স্নেহের কাঙাল, নিয়মের বেড়াজালে বন্দী
ফিরে আসা পথ, ভাল লাগা, মায়া, আসক্তি- সন্ধী । ।
অভ্যস্ততার ঘোরে আবদ্ধ মানুষ, তবুও হারাতে চায়
সাময়িক হারিয়ে যাওয়া মন্দ নয় । । । ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




