কি যেন হয়েছে আমার...ভূতে পাওয়া মানুষের মত চলি। কারো সাথে কথা বলিনা, কাজ করিনা...শুধু নেশাগ্রস্থের মত তাকে দেখি। তার দিকে তাকিয়ে থাকি চোখের পাতা না ফেলে...মুগ্ধ চোখে।। মনে হচ্ছে বয়স টা যেন সেই ১৬ তে গিয়ে আটকে গেছে...কিছুতেই আর বাড়ছেনা। আমার কি এসব মানায়...লোকে যে মন্দ বলবে, হাসাহাসি করবে।কিন্তু কি করব আমি??? আমি যে...আমি যে পারিনা তাকে না দেখে। প্রতিদিন দেখি, বার বার দেখি, লক্ষ বার দেখি, তারপরও দেখার সাধ মেটে না। বাসার সবাই ভিষণ বিরক্ত, রাগ করে, চিৎকার করে আমার উপর...কিন্তু আমি যে পারছিনা নেশা কাটাতে।
একি অদ্ভুত পরিহাস আমার সাথে করলো স্রষ্টা !!!!!!!!
আমার সকালটা বিবর্ণ পড়ে থাকে চুপচাপ, জানালায় দোয়েলের ডাককে তেমন মধূর মনে হয় না, বই এর পাতা ওল্টানোর কষ্টটাও ভীষন কাহিল করে ফেলে, কোথাও কোন সবুজ দেখি না – ধূসর মনে হয় সবকিছু।মনে হয় আমি যেন ঝরা পাতা, মরে আছি, পড়ে আছি। কারণ আমার প্রিয় মানুষটা আমাকে জড়িয়ে ধরে নয়,হাতে হাত রেখেও নয়, এমনকি কানের কাছে মুখ এনেও ফিসফিস করে বলেনি – আমি তোমাকে ভালোবাসি প্রিয়, ভালোবাসি,ভালোবাসি। :#> :#> :#>
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



