একজন কাজী জনতে চায় কে এই বিয়ের স্বাক্ষী। একই লোক কিভাবে বরকনের মামাচাচা হইতে পারে। এবং পিয়াল ঘুষ নিয়ে সন্র্তপণে এগিয়ে যায়। দেখা দেয় এক নাটকীয় উৎকন্ঠা। কাগজে সই করার পর পিয়ালের আসল এক্সপ্রেশনটাই বেরিয়ে আসে।
আর ঠিক সেই মুহূর্তে সারিয়ার ` আজ হিমুর বিয়ে' সব টেনশন রিলিজ করে দেয়। তবুও দুরুদুরু বুকে হাত তোলে আরিফ। এবং তারা হয় বিবাহিত ও মালাবদলকৃত।
এদিকে খাবারের কথা আর কি কমু সবাই আমারে ছাইরাই খাইতে বইসা গেছে..তাই ছবি তোলনের টাইম পাই নাই।
তবুও কেউ কেউ বিয়ের আশায় এখনো বুক বাঁধে। তবুও কেউ কেউ অবাক বিষ্ময়ে দেখে। এবং কনে তার বরের সাথে টাইলসে চমক তুলে চলে যায়।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০০৭ রাত ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


