শাহরুখ বাঙলাদেশে আইয়া কি করল কি করল না, আসলে মাথা ব্যাথা নাই। টাকা নিয়াই যাইবো, দিয়া যাইবো না এইটা নিশ্চিত।
সকালে উইঠা কিছু ব্লগারগো খোমা অনলাইন না দেখলে বিলা লাগে এর মধ্যে
ছন্ন দেখি শেষ লেখছে ৩রা সেপ্টেম্বর। মুনশিয়ানার উর্পে তো পুরাই বিলা। শেষ লেখা ৩১শে মার্চ। রাগিব মিয়া ৮ই সেপ্টেম্বর। গেসে কই এরা...? শাহরুখের নৃত্য দেখতে চাইনা এগো পোষ্ট চাই।
এর মধ্যে ইমন আর
আইরিনরে দেইখা তাও স্বস্তি পাইলাম।
ফিউশন স্টিল রকিং। রাগ ইমন ও দেখি উঁকি ঝুঁকি দেয়
শাহরুখ দেখতে চাইনা ব্লগের স্টারগো দেখতে চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


