somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজাকারের ফাঁসির দাবীতে গর্জে উঠেছে বাংলাদেশ: চল চল শাহবাগ চল

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দৃষ্টি আকর্ষনঃ ব্লগার এবং স্টেট ইউনির্ভাসিটি ছাত্রছাত্রীদের সম্বনয়ে পালা গানের আসর।





এই গনজাগরণ বলে শুধু নাস্তিকদের জায়গা? আজকের সন্ধ্যায় নামাজ পড়ছেন প্রতিবাদকারী মানুষজন


জেগেছে মানুষ জেগেছে জনতা।



মহাসমাবেশ! মহাসমাবেশ! মহাসমাবেশ!
শুক্রবার ৮ই ফেব্রুয়ারি ২০১৩
স্থান: শাহবাগ
সময়: বিকেল ৩টা।


যারা শাহবাগ যেতে পারছেন না। তারা অনলাইনের শুকরদের প্রতিহত করুন।

প্রতিরোধের বহ্নিশিখা: আপডেট ভিডিও, যেভাবে শুরু হয়েছিল এই প্রতিরোধ।

https://www.facebook.com/photo.php?v=10151248757106814

https://www.facebook.com/photo.php?v=10151248723511814

https://www.facebook.com/photo.php?v=10151248700206814

https://www.facebook.com/photo.php?v=10151248757106814&ref=notif¬if_t=like


শাহবাগ স্কোয়ার এ আজকে সকাল থেকে যোগ দিয়েছে স্কুল এর বাচ্চারা... আর কি চাই?

ফেইসবুক স্ট্যাটাস থেকে: মফরুহা মিতি

পক্ষ নিলে রক্ষা নাই, রাজাকারের ফাঁসি চাই




প্রত্যক্ষদর্শীর বয়ান: শাহবাগ ছাড়িয়ে অদম্য চট্টগ্রামে জ্বলছে প্রতিবাদের আগুন! দাবি একটাই, রাজাকারদের ফাঁসি চাই!!
http://www.somewhereinblog.net/blog/writer74blog/29763688


কাদের মোল্লা সহ সকল রাজাকারের ফাঁসির দাবিতে ফুঁসে উঠছে সমগ্র সিলেট। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ কর্মচূচি পালিত হচ্ছে। ঢাকার শাহবাগ এখন ঠিক সিলেটের চৌহাট্টায়।
http://www.somewhereinblog.net/blog/sumonsust/29762986
আপডেটঃ রাত ১০টা


ঠিক এ মুহুর্তে "চোখ ফিল্ম সোসাইটি" মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র দেখাচ্ছে। এখনো প্রায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হাজারো মানুষের ঢল।

বিশেষ কারনে আজ রাত ১১টার পর কর্মসূচি বন্ধ করা হয়েছে। আগামীকাল বিকাল ৪টায় আবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে নতুন কর্মসূচি ঘোষনা করা হয়েছে।

তাছাড়া আগামীকাল দুপুর ১২.৩০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষক শিক্ষার্থীরা মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে। সিলেটের সর্বস্তরের জনগনকে সেখানে যোগদানের বিশেষ অনুরোধ করা গেল।


আপডেট:

আমিনুর রহমান বলেছেন: কুয়েট, খুলনা ইউনিভার্সিটি, খুলনা মেডিকেলসহ খুলনার সকল ছাত্রছাত্রীরা আসুন এক হই। বুঝিয়ে দেই নিজামীদের, কাদের মোল্লাদের, জামাতদের আমরা কতটা ঘৃণা করি ওদের! আমাদের মায়ের ধর্ষকরা আমাদের চোখের সামনে বিজয় চিহ্ন দেখিয়ে বেচে যাবে সেটাও কি আমরা মুখ বুঝে মেনে নেব!!!
খুব ছোট্ট একটা কথা, আমার মায়ের ধর্ষকদের মৃত্যুদন্ড ছাড়া অন্য কোন শাস্তি আমি কি মেনে নিতে পারি!!! নপুং শক সরকারের মত আমরাও কি ওই হায়েনাগুলোর ভয়ে তাদের এতটুকু ছাড় দিব!! শুধু কাদের মোল্লা না, নিজামী, গোয়াজমসহ সব রাজাকারদের একটাই শাস্তি চাই্‌...ফাসি।
আমরা বিশ্বাস করি, দেশের ছাত্রসমাজ এখনও মরে যায়নি। শহীদের রক্ত আমাদের ধমণীতে বইছে, আমরা কি সেই রক্ত বৃথা যেতে দেব??
আসুন বন্ধুরা প্রতিবাদ করি। পড়ে পড়ে দেশটা যে আজ কাদছে, আমদের মা কাদছে।
চলে আসুন হাদিস পার্কের মোরে
আগামী ৭ তারিখ, বৃহস্পতিবার
বিকাল সাড়ে ৪ টায়
যে কোন প্রয়োজনে যোগাযোগ করুনঃ
মেসবা- ০১৭৫১১১৩৬৮৩, অমিতাভ-০১৬৭২১৭১৯৪৫


update 11am: shahbag uttal, dike dike manush ese jog dichhe. eker por ek jalamoee slogan, cholche kobita gan, asche manusher dhol


আপডেট রাত ১:০০। শাহবাগে অনেক মানুষের জমায়েত। আগামীকাল এই আন্দোলন সকাল সাতটা থেকে শুরু হবে। এই আন্দোলন ট্রাইবুনাল বিরোধী আন্দোলন নয়। এটা রাজাকার বিরোধী আন্দোলন। রাজাকারের ফাঁসির দাবীতে আন্দোলন।

আপডেট রাত ১২:২৪। শাহবাগে লোক বাড়ছে। এখন প্রতিবাদী গান আর শ্লোগানে মুখরিত, শাহবাগ স্কয়ার।

আপডেট রাত ১১টা। শাহবাগ স্কয়ারে সমাবেশকারী নানান গান বাজনা করে উপস্থিত মানুষজনকে চাঙ্গা রাখছেন। আজকে গভীর রাত পর্যন্ত অবস্থান ধর্মঘট চলবে। আশেপাশে পুলিশের সংখ্যা কমে গেছে।

জেগে উঠেছে বাংলাদেশ। রাজাকারের রেহাই নাই।

ব্লগার স্বপবাজ্ বলেছেন: কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসির
দাবীতে শাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের পক্ষ
থেকে তিন দিনব্যাপী কর্মসূচী ঘোষণা করা হয়েছে।
এর অংশ হিসেবে আজ (৫ই ফেব্রুয়ারি)
শাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল করা হয়। এতে অংশ
নেন শাবিপ্রবি'র শিক্ষক-ছাত্রসহ কয়েক শতাধিক
সাধারণ মানুষ।
পরবর্তী কর্মসূচীঃ আগামীকাল (৬ই ফেব্রুয়ারি)
বেলা ১১.৩০ টায় শাবি পরিবারের পক্ষ
থেকে প্রতিবাদ জানানো হবে বিক্ষোভ মিছিলের
মাধ্যমে। শিক্ষার্থীদের এই বিক্ষোভের
সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন শাবিপ্রবি’র
শিক্ষকগণ। এই মিছিলে সবাইকে থাকার জন্য
বলা হয়েছে।
আর আগামী পরশু (৭ই ফেব্রুয়ারি)
শাবিপ্রবি ক্যাম্পাস থেকে সহস্রাধিক শিক্ষক-
ছাত্রছাত্রী চৌহাট্টা শহীদ মিনারের
উদ্দ্যেশ্যে মিছিল নিয়ে যাবে ঠিক দুপুর ১২টায়।
সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
শিক্ষার্থীদেরকে এতে যোগ দেয়ার জন্য আহ্বান
করা হয়েছে।

এই মা, এই মাটির ঋণ শোধ করতে আমাদের যেতে হবে শাহবাগে। এক্ষুনি।
দেশের আব্রু নিয়ে ছিনিমিনি খেলতে দেবোনা। রাজাকারের ফাঁসি ছাড়া বাংলাদেশের মুক্তি নাই।

চল চল চল শাহবাগে চল। লাখো জনতার ঢল শাহবাগে চল।



ব্লগার অনলাইন একটিভিস্ট নেটওয়ার্ক এর আয়োজনে মাত্র আধাঘন্টার মধ্যে শাহবাগে জমায়েত হতে থাকে নানান শ্রেণী-পেশার মানুষজন। অনলাইন একটিভিস্টরা ন্যাক্কারজনক এই রায় শোনা মাত্রই এর বিরুদ্ধে সকাল থেকে গর্জ ওঠেন। সোশ্যাল মিডিয়ার সকল মাধ্যমে ছড়িয়ে যায় ক্ষোভ আর হতাশা। এরপর রাজপথে নেমে আসেন, তাঁদের সাথে যুক্ত হতে থাকেন হাজার হাজার মানুষ। গণমাধ্যমকর্মী, শিক্ষক, ছাত্র, সাধারণ জনগণ সবার স্বতস্ফূর্ত অংশগ্রহণে এটি হয়ে ওঠে ব্লগার অনলাইন একটিভিস্টদের আয়োজিত সবচেয়ে বড় সমাবেশ।

সবার কন্ঠেই একই শ্লোগান! "রাজাকারে ফাঁসি চাই" চাই চাই চাই
রাজাকারে ফাঁসি চাই।

আমার জামাত শিবির রাজাকার এই মূহুর্তে দেশ ছাড়।

একাত্তুরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।

রাজাকারের গতি নাই, ফাঁসি ছাড়া উপায় নাই

জ্বালো জ্বালো আগুন জ্বালো।

প্রতিবাদী মানুষজন শ্লোগান দিতে দিতে মিছিল নিয়ে শাহবাগ চত্বরে অবস্থান নেন। পুরো শাহবাগ হয়ে ওঠে বাংলাদেশের তাহরির স্কয়ার। শাহবাগ স্কয়ার এখন রাজাকারের ফাঁসির রায়ের কেন্দ্রভূমী। সারা বাংলাদেশের মানুষের দাবীর কেন্দ্র।

জনমানুষের এই সমাবেশে যোগ দিতে ছুটে আসেন সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন।
আমাদের দাবী, "রাজাকারের ফাঁসি চাই"। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির সাথে কোন আঁতাত মেনে নেয়া হবে না।




ইতিমধ্যে সারা বাংলাদেশ থেকে বিপুল জনমত তৈরী হয়েছে। নানান সংগঠন যুক্ত হচ্ছেন আমাদের এই আন্দোলনের সাথে।








রাজাকারের বিরুদ্ধে এই লড়াই বাংলাদেশের প্রতিটি মানুষের। ৭১ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এই লড়াইকে ছড়িয়ে দিন সবখানে। বাংরাদেশের প্রতিটি মানুষের কাছে পৌছে যাক আমার প্রতিরোধের খবর। সবাইকে যুক্ত করুন এই মহৎ লড়াইয়ে।



এই বাংলার মাটিতে রাজাকারে ঠাঁই নাই।



রাজাকারের দুই গালে জুতা মারো তালে তালে











অসংখ্য পুলিশ ঘিরে রেখেছে শাহবাগ। সাথে সাঁজোয়া গাড়ী।আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছেন। শাহবাগ স্কয়ার, রাজাকার প্রতিরোধভূমি।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:২২
১০৫১টি মন্তব্য ৫৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সবুজের মাঝে বড় হলেন, বাচ্চার জন্যে সবুজ রাখবেন না?

লিখেছেন অপলক , ২৬ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:১৮

যাদের বয়স ৩০এর বেশি, তারা যতনা সবুজ গাছপালা দেখেছে শৈশবে, তার ৫ বছরের কম বয়সী শিশুও ১০% সবুজ দেখেনা। এটা বাংলাদেশের বর্তমান অবস্থা।



নব্বয়ের দশকে দেশের বনভূমি ছিল ১৬... ...বাকিটুকু পড়ুন

আইডেন্টিটি ক্রাইসিসে লীগ আইডেন্টিটি ক্রাইসিসে জামাত

লিখেছেন আরেফিন৩৩৬, ২৬ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৪৬


বাংলাদেশে রাজনৈতিক ছদ্মবেশের প্রথম কারিগর জামাত-শিবির। নিরাপত্তার অজুহাতে উনারা এটি করে থাকেন। আইনী কোন বাঁধা নেই এতে,তবে নৈতিক ব্যাপারটা তো অবশ্যই থাকে, রাজনৈতিক সংহিতার কারণেই এটি বেশি হয়ে থাকে। বাংলাদেশে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালির আরব হওয়ার প্রাণান্ত চেষ্টা!

লিখেছেন কাল্পনিক সত্ত্বা, ২৬ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:১০



কিছুদিন আগে এক হুজুরকে বলতে শুনলাম ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে নাকি তারা আমূল বদলে ফেলবেন। প্রধানমন্ত্রী হতে হলে সূরা ফাতেহার তরজমা করতে জানতে হবে,থানার ওসি হতে হলে জানতে হবে... ...বাকিটুকু পড়ুন

সেকালের পাঠকপ্রিয় রম্য গল্প "অদ্ভূত চা খোর" প্রসঙ্গে

লিখেছেন নতুন নকিব, ২৬ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৪৩

সেকালের পাঠকপ্রিয় রম্য গল্প "অদ্ভূত চা খোর" প্রসঙ্গে

চা বাগানের ছবি কৃতজ্ঞতা: http://www.peakpx.com এর প্রতি।

আমাদের সময় একাডেমিক পড়াশোনার একটা আলাদা বৈশিষ্ট্য ছিল। চয়নিকা বইয়ের গল্পগুলো বেশ আনন্দদায়ক ছিল। যেমন, চাষীর... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাসের কি প্রমাণ আছে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩১



এক অবিশ্বাসী বলল, বিশ্বাসের প্রমাণ নাই, বিজ্ঞানের প্রমাণ আছে।কিন্তু অবিশ্বাসের প্রমাণ আছে কি? যদি অবিশ্বাসের প্রমাণ না থাকে তাহলে বিজ্ঞানের প্রমাণ থেকে অবিশ্বাসীর লাভ কি? এক স্যার... ...বাকিটুকু পড়ুন

×