বিসিএস পরীক্ষা যারা দেবেন-নতুন নিয়মে ২০০ নম্বরযুক্ত ৩৫ তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 35 bcs circular Details গতকাল পিএসসির ওয়েবসাইটে ১৮০৩ (এক হাজার আটশত তিন) টি পদের জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে।
৩৫ তম বিসিএস এর খুটিনাটি-
পরীক্ষায় অংশগ্রহনকারীকে মাত্র সাত শত (৭০০/=) টাকা মূল্যে ফরম কিনতে হবে । আবেদন ৩০ সেপ্টেম্বর থেকে শুরু করে ৩০ অক্টোবর পরযনত করা যাবে। ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। পরীক্ষার সময় ২.০০ঘন্টা (১২০ মিনিট)।
পরীক্ষা ডিসেম্বরের শেষের দিকে হতে পারে। পরীক্ষার বিষয়সমূহ-
১/ বাংলা ভাষা ও সাহিত্য -৩৫ নম্বর
২/ ইংরেজি ভাষা ও সাহিত্য -৩৫ নম্বর
৩/ বাংলাদেশ বিষয়াবলী - ৩০ নম্বর
৪/ আন্তর্জাতিক বিষয়াবলী - ২০ নম্বর
৫/ ভূগোল, পরিবেশ ও ব্যবস্থাপনা -১০ নম্বর
৬/ সাধারন বিজ্ঞান -১৫ নম্বর
৭/ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ১৫ নম্বর
৮/ গাণিতিক যুক্তি - ১৫ নম্বর
৯/ মানসিক দক্ষতা - ১৫ নম্বর
১০/ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন -১০ নম্বর
ভূল উত্তরের জন্য ০.৫ কাটা যাবে। বিষয়ভিত্তিক সিলেবাস পিএসসির ওয়েবসাইট এ পাওয়া যাবে। টাকা টেলিটক সিমের মাধ্যমে প্রদান করা যাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




