পথের ওপর কবেকার পথ
ঢেকে আছে শব্দহীন নিরুত্তর
দুই যুগ পার করে আজও তার
বেনী দুলে পিঠে, চোখ অর্থান্তর।
ইট পাথরের স্বপ্ন নিতম্বে-
শতাব্দীর চাপা অভিমানি মুখ
দুই যুগ পার করে আজও তার
দিকে চেয়ে আছে, দিব্য ভাঙা সুখ।
চেনা স্মৃতি আচ্ছন্ন করা রাত
নক্ষত্রে বোনা ক্লান্ত অবসাদ
দুই যুগ পার করে আজও তার
ন্যূন কল্পনা যাপ্য অবাধ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




