আমি গাইবো গাইবো বিজয়েরই গান
ওরা আসবে চুপি চুপি
যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রান......
"এই গানটি সবার জন্য উৎসর্গ করা হলো আবারো"
(আজকের এই দিনটিকে মন-অবচেতন থেকে স্মরন রাখতে আপনার অনুভুতি আমাদের সাথে ভাগ করুন.... আর দু'একটা কথা না বল্লেই নয়' আমি এম্নিতে খুব একটা শক্তমনা প্রকৃতির মানুষ। ৭১ এর কথা শুনেছি, ৭১'এর চিত্র গুলি দেখেছি এবং মাঝে মাঝে যেই সরকারি দল ক্ষমতায় থাকুক না কেনো তবু মনে হয় আমার আমাদের সত্যিকারের বিজয়ী দেশটা নেই, এমন বিজয়ী বেশে দেশ সাজানো দিন-ক্ষন দেখলে মনে হয় আজ জন্যে আমার আমাদের দেশটা জানালা খুলে একফোটা নিশ্বাষ আবার গ্রহন করলো। এমন দিন গুলি স্মরন করিয়ে দিতে যখনই আসুক না আসুক আমি সেইসব লড়ায়ি মৃত আর্তনাদি সময় মুহুর্তের কথা ভেবে আমার অজান্তেই শরীরের রোম গুলি শিহরিত হয়, চোখে জল এসে পরে অথচ আমার চোখের সামনে ঘটে যাওয়া খুব প্রিয়জনের মৃত্য্ গুলোর একান্ত ভাবনাও চোখে জল এনে দিতে পারে না। )
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




