জীবনে প্রথম দেখা যুদ্ধবিমান উড়ে যেতে দেখে ভয় পেয়ে মার বুকে মুখ লুকিয়েছিলাম ভয়ে। (বাবাকে দেখলাম ভীষন আনমনা) কাকা আমাকে মায়ের আঁচল থেকে উদ্ধার করে বললেন 'সোনা' এবারে আমরা স্বাধীন হব। আমি খুশীই হয়েছিলাম। নাহ্ এবারে বঝি আমিও স্বাধীন হবো মায়ের ঝর্ণা স্রোতের মতন বকুনি থেকে, বাবার শাসন থেকে , কাকার অফুরন্ত স্নেহ থেকে(এরকমই একটা স্বপ্ন দেখলাম যতটা আমি স্বাধীনতা অথবা স্বাধীনতার স্বপ্নের মানে বুঝতাম)। পরদিন আমার উদ্বাস্তু জীবনের ভাংগা জানালার অজস্র ফাঁক দিয়ে গলে পড়া রোদ্দুরের আলোয় নুয়ে পড়ে দেখলাম , বুকে নিয়ে দেখলাম, আমার স্বপনে দেখলাম আমার মায়ের , বাংলা মায়ের মানচিত্র(কাকা দেখালেন সহস্র সূর্যের আলো ছড়িয়ে)।
আমি স্বাধীন হোলাম।
আজ এই যমুনা প্রবাহের ঢেউয়ে , মা আমি তোকে বারংবার হারাই আর আঁকড়ে ধরি।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



