মরগান ফ্রীম্যান যখন কিছু ন্যারেট করেন, তখনই তা একটা আলাদা পর্যায়ে উঠে যায়। (The Shawshank Redemption ম্যুভিতে তার অভিনয় আর ন্যারেট করার পারফর্মেন্স ভোলা সম্ভব না)। এই ম্যুভিতেও যখন দেখলাম ঊনিই ন্যারেট করছেন। দেখার আগ্রহ আরো বেড়ে গেলো। কাহিনী বর্ণনার ক্ষেত্রে এ পর্যন্ত ভালো লাগার মধ্যে তিনি, Sean Bean (Troy ম্যুভির জন্যে), আর অমিতাভ কে (লাগান ম্যুভির জন্যে) আরো বেশ কয়েকজন বেশ কয়েকটা ম্যুভির জন্যে আমার কাছে ভালো লাগে। আর ফ্রীম্যান এর অভিনয় নিয়ে বলার কিছুই নাই। শক্তিশালী অভিনেতা বললে উনি উদাহরণ এ আসবেন। এই ম্যুভির যতটুকু সফলতা তার অনেকটাই ফ্রীম্যান আর জ্যাক নিকোলাস এর অভিনয়ের অবদান।
কাহিনী বেশ প্রেডিক্ট্যাবল, অনেক সময় যুক্তি, এবং বাস্তবতার সাথে মিল খায়না। তবে মেইন থিম এর দিকে ফোকাস করতে গেলে একটু আকটু ব্যাপারগুলো এড়িয়ে যেতে সমস্যা হয়না। It's a story about two old farts. জীবনের প্রায় শেষভাগে ফ্রীম্যান (ম্যুভিতে কার্টার), আর নিকোলাস (ম্যুভিতে এডয়ার্ড) ক্যান্সারে ডায়াগনাইজড হোন। নিকোলাস একজন cocky, play-boy বিজনেসম্যান (হাসপাতাল পরিচালনা ব্যবসা), ফ্রীম্যান খুব সাধারণ একজন মেকানিক যার সাধারন জ্ঞান এর উপর আছে প্রগাড় ধারনা। হাসপাতাল এর মালিক হয়েও নিজের তৈরী নীতির কারনে এডওয়ার্ডকে কেবিন শেয়ার করতে হয় কার্টারের সাথে। দুইজন জীবনের ঠিক দুইপ্রান্তে, দুই মতবাদে বিশ্বাসী। একজন বদমেজাজী, যার কাছে পার্থিব সুখের বাইরে তেমন কিছুরই দাম নেই, আরেকজন ডাউন টু আর্থ, পরিবারের প্রতি দায়িত্বশীল এবং মুল্যবোধে বিশ্বাসী একজন মানুষ। কিন্তু দুজনেরই হাতে আছে ১ বছরের মত সময়। আর এই একবছর সময়ের মধ্যে তারা নেমে পড়েন কার্টারের করা বাকেট লিষ্ট এ কিছু কাজ যা সে মরার আগে করতে চান। তাদের এই অ্যাডভেঞ্চার তাদেরকে একজন আরেকজনের বন্ধু বানিয়ে দেয়, একজনকে আরেকজনের weak point এর সামনে এনে দাঁড় করায় যা তারা এতোদিন নিজেদের কাছে লুকিয়ে রেখেছিলেন।
তাদের অ্যাডভেঞ্চার এর মধ্যে পরে স্কাই ডাইভিং, রেইস কার ড্রাইভিং থেকে শুরু করে হিমালয়, তাজমহল, হংকং ভ্রমন, ট্যাট্টু করানো ইত্যাদি। আগেই বলেছি ম্যুভির প্লট অনেকটাই প্রেডিক্টেবল, সাধারন গন্ডিতেই ছিলো। এমন কিছু ছিলোনা যা ম্যুভিটাকে স্ট্যান্ড আউট করে। তবে জ্যাক নিকোলাস আর ফ্রীম্যান এর ম্যুভিতে যোগাযোগ, পাঞ্চ লাইন থ্রো বেশ ভালো ছিলো। তাদের অ্যাডভেঞ্চার এর যে আড্রালিন রাশ দেখানো যেতো, ঠিক ততটা না দেখানো গেলেও, তারা যখন তাদের বাস্তবতা, নিজের গল্প, বাস্তবতার সম্মুক্ষীন হয়, তখন বেশী প্রানবন্ত লাগে। আর ম্যুভিতে আছে কিছু বেশ সুন্দর ডায়লগ (ফ্রীম্যান আর নিকোলাস এর কন্ঠে হয়তো আরো ভালো লাগবে)।
Carter Chambers: Even now I cannot understand the measure of a life, but I can tell you this. I know that when he died, his eyes were closed and his heart was open. And I'm pretty sure he was happy with his final resting place, because he was buried on the mountain. And that was against the law.
Edward Cole: The first time he hit her, she came to me. Wouldn't let me take care of it, said it was her fault, he'd had a rough day and too much to drink. The next time he hit her, she didn't come to me. The ex told me about it. So I wanted to be a good father, so I took care of it. I called a guy who called a guy who called his friends, they didn't kill him, what they did, I don't know, but he never bothered her again, and then she said I was dead to her.
Carter Chambers: [to Edward, of the two questions asked of the dead by the gods at the entrance to heaven] Have you found joy in your life? Has your life brought joy to others?
IMDB রেটিংঃ ৭.৪
ডিরেক্টরঃ রব রিইনার
Genre: adventure, comedy, drama
ডাউনলোড লিঙ্কঃ The Bucket List
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




