যারা সাদাকে সাদা আর কালোকে কালো বলতে পারেন তাদের জন্য এই লেখা। এই ব্লগে যারা ব্লগিং করে তারা তাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতাদর্শ রয়েছে। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি কেউ জামায়াত ইত্যাদি। কিন্তু আমরা যারা দেশ ও দেশের মানুষকে ভালবাসি তারা দেশের সার্থে দেশের মানুষের সার্থে যে কোন ইস্যুতে প্রায় সময়ই এক হই। যদিও আমাদের নেতা নেত্রীরা এক হয়না। যেমন টিপাই মুখ বাঁধ ও গ্যাসক্ষেত্র ইজারাদান ইস্যুতে অনেক আওয়ামীলীগ পন্থী লোককেও টিপাইমুখ বাঁধের বিরোধিতা করতে দেখেছি। আবার জামায়াতে প্রতি বিএনপির একটি ''সফটনেস'' থাকা সত্বেও অনেক সাধারণ বিএনপি সাপোর্টারকে যুদ্ধাপরাধের বিচার দাবী করতে দেখেছি।
দলমত নির্বিশেষে আমরা যারা যুদ্ধাপরাধের বিচার চাই তারা সকল সরকারের প্রতি একটি ক্ষোভ ছিল। কারণ অতীতের সরকারগুলো কেউ কেউ যুদ্ধাপরাধীদের পুণর্বাসন করেছিল আবার কেউ কেউ যুদ্ধাপরাধের বিচার চাইলেও তাদের আন্তরিকতার প্রতি যথেষ্ট সন্দেহ ছিল।
যেমন বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার অন্যতম কারণের মধ্যে একটি ছিল তারা জাতিকে যুদ্ধাপরাধের বিচার করবে বলে আশ্বাস দিয়েছিল। যদিও আমরা অনেকেই এটাকে ছেলে ভুলানো কথা বলে মনে করেছিলাম। আমি নিজেও আওয়ামী লীগ কখনও যুদ্ধাপরাধের বিচার করাবে না বলে ব্লগে পোষ্ট করেছিলাম। কিন্তু আজ যুদ্ধাপরাধের বিচার আনুষ্ঠানিক ভাবে শুরু হওয়ার পর থেকে আওয়ামী লীগ সরকারকে অন্তত এই বিষয়ে ধন্যবাদ দিতে আমি কার্পণ্য করছি না। কারণ আমি বিশ্বাস করি যার শুরু আছে তার শেষও আছে। বিচার একবার শুরু হলে সেটা যখনই হোক শেষ হতে বাধ্য।
তাই আসুন আমরা যারা যুদ্ধাপরাধীদের বিচার চাই তারা দলমত নির্বিশেষে অন্তত এই ভাল কাজটির জন্য আওয়ামী লীগকে এটি ধন্যবাদ দিই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




