পারসোনাকে নিয়ে গত ৩/৪ দিন ব্লগে শতশত লেখা এসেছে এটা নতুন করে কিছু বলার নেই। নতুন করে যা বলতে চাই তা প্রথম আলোকে নিয়ে। এর আগেও দেখেছি দেশে যখন কোন ঘটনা ঘটে সবাই প্রথম আলোর দিকে তাকিয়ে থাকে। প্রথম আলো কোন কিছু নিয়ে যখন কোন সংবাদ প্রকাশ করে না তখন সে ঘটনাও একটি '' সংবাদ'' বটে। দেশে এখন পত্রিকার কোন অভাব নাই। সব পত্রিকার সঠিক সংখ্যাও আমার জানা নাই। পারসোনাকে নিয়ে কয়টি পত্রিকা সংবাদ প্রকাশ করেছে তাও জানি না তবে প্রথম আলো যে গতকাল পর্যন্ত করেনি তা প্রতি ঘন্টায় ঘন্টায় জানতে পারছিলাম। প্রথম আলো কেন এই নিয়ে এখন পর্যন্ত কোন সংবাদ দিলো না এটাও গত কয়েকদিন একটি বড় ''সংবাদ'' ছিল।
কিন্তু কেন শুধু প্রথম আলোর দিকে মানুষ তাকিয়ে থাকে? কেন প্রথম আলো সংবাদ প্রকাশ না করাও একটি সংবাদ?
এর থেকে কি আমি এটা বুঝব যে দেশের মানুষ প্রথম আলোর সংবাদকে সবচে বেশী গুরুত্ব দেয়? প্রথম আলোর সংবাদের বস্তুনিষ্ঠতা, গ্রহন যোগ্যতা সবচে বেশী? যদি তা না হতো তাহলে তো প্রথম আলোয় কোন খবর প্রকাশ হলো বা না হলো এই নিয়ে এত ''খবর'' হওয়ার কথা ছিল না। দেশের অনেক পত্রিকার মধ্যে একটি পত্রিকা প্রথম আলো, তারা কি লিখল না লিখল তা নিয়ে দেশের সেরা বাংলা ব্লগে পোষ্ট স্টিকি করা হয় এটা তো সেই পত্রিকার জন্য বিশাল ঘটনা, তাই না? এর থেকে তবে কি এটা বুঝব যে প্রথম আলোর গুরুত্ব দেশের সকল মানুষের কাছে অপরিসীম?
হয়তো অনেকেই ভাবা শুরু করেছেন আমি প্রথম আলোর দালালী করতে এসেছি। প্রথম আলোর দালালী করার আমার কোন প্রয়োজন নাই। আমি শুধু এটা বলতে এসেছি যে আপনারা নিজের অজান্তে প্রথম আলোকে কেন এত উপরে তুলে ধরছেন? প্রথম আলোর যারা বিরোধী অথবা প্রথম আলো যারা পড়েন না তারা তো প্রথম আলো কি লিখল না লিখল তা নিয়ে ভাবারই সময় হওয়ার কথা না। তবে কি যারা প্রথম আলোর বিরুদ্ধে লেখেন তারাও অবচেতনে প্রথম আলোকে ভালবাসে বলেই প্রথম আলোর সংবাদ খুঁজে বেড়ান?
একটি পত্রিকার একটি সংবাদ সেটা হয়তো সত্য অথবা পুরাই গাঁজাখুরী মিথ্যা, সেই খবরটির জন্য সামুর মতো ব্লগে স্টিকি পোষ্ট করার কোন যুক্তি আমি কোন ভাবেই খুঁজে পাই না। অনেকেই বলছে সামুকে হয়তো বসুন্ধরা গ্রুপ কিছু ধরিয়ে দিয়েছে এই জন্য তারা এই কাজ করছে। এ কথা সত্য কিনা জানি না তবে সামুর পুরনো ও নিয়মিত ব্লগার হিসেবে এমন কথা আমি ভাবতেই চাই না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




