আমিও একদিন থাকব না।
এই ব্লগে........
ফেসবুকে.......
কোত্থাও না..........
শুধু ব্লগে আমার লেখাগুলো পড়ে থাকবে, হয়তো আমার লেখায় কেউ কমেন্ট করবে, কিন্তু আমি দেখব না, কোন জবাব দিতে পারব না।
ফেসবুকে নতুন নতুন নোটিফেকেশন আসবে, তাও দেখা হবে না। কেউ হয় তো ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠাবে, সেই রিকোয়েষ্ট চিরদিন পেন্ডিং থেকে যাবে।
আমার হাড়, মজ্জা পঁচে যাবে, পোকা খাবে, মাটির সাথে মিশে যাবে, পরিচিতজনেরা ভুলে যাবে। একদিন আমি বলে কিছুই থাকবে না, আমার অস্তিত্ব কেউ অনুভব করবে না... হায় জীবন।
নোবেলবিজয়ী_টিপুর মৃত্যুর কথা জেনে মনটাই খারাপ হয়ে গেল। অথচ ব্লগে আমি তাকে কখনো দেখেছি বলে মনে পড়ে না। আজ তার ব্লগ ঘুরে মনে হলো আসলেই সে একটা অসাধারণ ছেলে ছিল। আর আল্লাহ অসাধারণ মানুষগুলোকে তাড়তাড়ি তুলে নিয়ে যায়। টিপুর আত্মা চিরশান্তিতে থাকুক।
কবিতার খাতা
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১১ রাত ১১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




