আস্তিক মানে হলো সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা। কোন একটি ধর্ম মেনে চলা। আর ধর্ম হলো একটি জীবন বিধান। সে যে ধর্মই হোকনা কেন। ধর্ম মানুষকে খারাপ ও ভালো চিনতে শিখায়। একটি নির্দিষ্ট পথে চলতে শিখায়। পৃথিবীতে এখন পর্যন্ত এমন কোন ধর্ম সৃষ্টি হয়নি যা মানুষকে খারাপ পথে পরিচালিত হওয়ার কথা বলে। কোন ধর্ম বলেনা তুমি মিথ্যাকথা বলো, অন্যের হক মেরে খাও, চুরি করো, ঘুষ খাও, ধর্ষণ করো। অর্থ্যাৎ প্রত্যেকটি মানুষ যদি তার নিজ নিজ ধর্মটা ঠিকঠাক পালন করতো তাহলে পৃথিবীতে কোন খারাপ কাজ হতোনা। আজকে এই পৃথিবীতে এতো খুনখুনি, হানাহানি, ধর্ষণ, দুর্নীতি সব কিছুর মূল কথা হলো নিজের ধর্ম ঠিক মতো পালন না করা।
নাস্তিক মানে হলো যে কোন ধর্মকে বিশ্বাস করেনা। সৃষ্টিকর্তা বলে কেউ আছে তা বিশ্বাস করেনা। অর্থ্যাৎ তার জীবন সে কি করে কাটাবে তার কোন সঠিক নিয়ম কানুন নাই। তারকাছে পাপ বলে কিছু নাই আবার পুণ্য বলেও কিছু নই। সে যে কোন কিছু করতে পারে। সে অনেক ভালো কাজ যেমন কোন কিছু পাওয়ার আশা না করে করতে পারে তেমনি অনেক খারাপ কাজ করলেও কোন অনুশোচনা হয়না। পৃথিবীতে যতো আইন তৈরি হয়েছে সব মানুষের জন্য হয়েছে । তেমনি প্রত্যাকটি ধর্মও একটি আইন। এ আইনে জীবন যাপন পদ্ধতি শিখানো হয়। কোনটা করা যাবে কোনটা করা যাবেনা তা মানুষ ধর্ম থেকেই শিখে। কিন্তু নাস্তিকেরা সেই আইনের বাহিরে। তারা যেকোন কাজ করতে পারে। অনেকটা পশুর মতো। মেয়ে, মা, বোন,খালা, ফুফু যে কারো সাথে শারীরিক সম্পর্ক করতে পারে র্নিদ্বিধায়। ঠিক পশুর মতো, রাস্তাঘাটে যেমন কুকুরদের শারীরিক সম্পর্ক করতে দেখা যায় ঠিক তেমন। কারণ তার কোন পাপ নাই। সে কোন গরিব লোকের শেষ সম্বলটুকু মেরে দিতে পারে। কারন তার কোন পাপ নাই। সে যে কাউকে খুন করতে পারে, কারণ তার কোন পাপ নাই।
একজন আস্তিক লোক কোন খারাপ কাজ করলে আরেকজন আস্তিক লোক তাকে শোধরানোর চেষ্টা করতে পারে। বলতে পারে তুমি এই কাজটি করলে কেন? জাননা এটা করলে পাপ হয়? কিন্তু একটি নাস্তিক খারাপ করলে তাকে কি বলে শোধরানো যাবে? তার যে কোন পাপ নাই।
এই পৃথিবীটাকে সুন্দর করতে হলো এই মুহুর্তে সবচে জরুরী প্রত্যেক মানুষ তার নিজ নিজ ধর্মকে সঠিক ভাবে মেনে চলা। সব মানুষ নাস্তিক হওয়া নয়। সব মানুষ যদি নাস্তিক হয়ে যায় তাহলে পৃথিবীর অবস্থা হবে ভয়াবহ। কারো কথা কেই শুনবেনা, কারো কথা কেউ মানবে না। সবাই তার নিজের মতো চলতে চাইবে। তখন কি হবে তা কখনো ভেবে দেখেছেন? তাই আসুন। আমরা ধর্মের বিপক্ষে প্রচারনা না চালিয়ে প্রত্যেক মানুষকে তার নিজ নিজ ধর্ম পালন করার জন্য অনুপ্রাণীত করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


