সবাই আগে কবিতাটি পড়ুন। তারপর আমার লেখা পড়ুন
নাস্তিক
নির্মলেন্দু গুণ
নেই স্বর্গলোভ কিংবা কল্প-নরকের ভয়,
অলীক সাফল্যমুক্ত কর্মময় পৃথিবী আমার৷
চর্মচোখে যা যা দেখি, শারীরিক ইন্দ্রিয় যা ধরে,
তাকেই গ্রহন করি৷ জানি, নিরাকার অপ্রত্যক্ষ
শুধুই ছলনা, বিশ্বাস করি না ভাগ্যে, দেবতার বরে৷
আমার জগত্ মুগ্ধ বাস্তবের বস্তুপুঞ্জে ঠাসা,
তাই সে ইন্দ্রিয়গ্রাহ্য, অতীন্দ্রিয় নয়৷
অন্ধতার বধ্যভূমি আমার হদৃয়৷
সেই শ্রেষ্ঠ মানব-সন্তান, যার মন মুক্ত ভগবান৷
আমার মস্তক নিত্য নত সেই নাস্তিকের তরে৷
সত্যিকারের নাস্তিকের বিবরণ এই কবিতা থেকে পাওয়া যায়। এমন নাস্তিকের বিরুদ্ধে আমার ধারনা কোন আস্তিকেরও তেমন কোন অভিযোগ থাকবে না। আমার কিছু প্রিয় মানুষ আছে যারা নাস্তিক। তারা প্রিয় তাদের কর্মের কারণে। তারা নাস্তিক আমি আস্তিক কিন্তু তারা কখনই আমার ধর্ম বিশ্বাসে আঘাত করেনি। আমার ধারনা সত্যিকারের নাস্তিকেরা কে কোন ধর্ম পালন করল আর করল না তা নিয়ে মাথা ঘামায় না। তারা তাদের কর্মের মধ্যে ডুবে থাকে। কিন্তু এই ব্লগে কিছু আবাল নাস্তিক আছে তারা আসলে নাস্তিক কিনা তা নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। তাদের কাজ একটাই সেটা হলো শুধুমাত্র ইসলাম ধর্মে বিশ্বাসীদের বিশ্বাসে যেভাবে পারো আঘাত কর। এটা আর যাই হোক কোন নাস্তিকের কাজ হতে পারেনা। নাস্তিকেরা হয় কোন ধর্ম নিয়ে কথা বলবেনা অথবা যুক্তি দিয়ে প্রমাণ করা চেষ্ট করবে পৃথিবীর সকল ধর্ম মিথ্যা। অথচ এরা দুইয়ের কোন পর্যায়ে পড়ে না।
যারা নিজেকে নাস্তিক দাবী করে তাদরে শুধু এটাই বলতে চাই, নাস্তিক হতে চাইলে এই কবিতার নাস্তিকরে মতো হও। তাহলে আমি আস্তিক হয়েও তোমাকে শ্রদ্ধা করব।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




