
জল
ও পদ্মা ! কেন তুমি শুকিয়ে যাও
ফারাক্কা অভিশাপে,
এই নাও আমার সমস্ত জল,
বল কত চাই তোমার?
দু'চোখের সরোবরে বিপুল জলের জোয়ার।
হাওয়া
ও উজান গাঙের মাঝি
কেন বসে আছ জোয়ারের আশায়?
চাও কি প্রমত্তা ঘূর্নি বাতাস?
এই নাও , পাল ভরে নিয়ে যা্ও
বুকের যত দীর্ঘশ্বাস ।
ছাই
ও ছাইওয়ালী বোন
নিয়ে যাও আমার সমস্ত ছাই।
বিনামূল্যে দিয়ে দাও
যে নিতে চায় হৃদয় দুয়ার খুলে।
করোটির গোপন কোঠরে বহুদিন
জমিয়েছি বেদনার আগুনে পোড়া যতসব ছাই।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




