somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিনা জাহান প্রিয়া
আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

এক রোকেয়ার গল্প

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দুবাই ফেরত রোকেয়া । ভাব সাব বেশ অন্য রকম । গ্রামের গরিব দিন মজুরের মেয়ে । বিয়ের পর জামাই যৌতুক জন্য অনেক অত্যচার করে। গ্রামে এই নিয়া বেশ কয়েক বার সালিশ হয়েছে । জামাই গফুর মিয়া সাথে এলাকার চিটার মেম্বারের খুব ভাল সম্পর্ক । মেম্বার একদিন রোকেয়াকে বাড়িতে একা পেয়ে বলে - ভাবি সাব
আপনার বাপ জেনে শুনে এমন লোকটার কাছে বিয়ে দিল । কাজ টা ঠিক করে নাই । আমাদের তো একবার জিজ্ঞাসা করতে পারত । গফুর না থাকলেই বাড়িতে মেম্বার
এসে রোকেয়ার সাথে সুখ দুখের কথা বলে । পান সুপারি খায় । মাঝে মাঝে রোকেয়া লেবু পাতা দিয়ে সুগন্ধি চা পানিয়ে দেয় । মেম্বরের বউ বিষয় জেনে চেয়ারম্যান কে জানাই । গফুর মিয়া বউ কে শাসন করার একটা রাস্তা খুঁজছিল । পাইয়া গেল । গফুর বাড়িতে আইসা রোকেয়া কে খুব কঠিন মাইর দিল । সে এই বউ নিয়ে খাইব না। কারন বউয়ের চরিত্র ভাল না। রোকেয়ার বাপ চেয়ারম্যান কে জানালো । একটা বিচার করে দেয়ার জন্য । মেম্বার গোপনে রোকেয়ার বাসায় এসে বলে তোমার উপকার করতে আমার বিপদ । তোমার বাবার পক্ষে তো লাখ টাকা যৌতুক দেয়া সম্ভব না। তবে তুমি চাইলে এমন একটা ব্যবস্থা করে দিব । তোমার জামাই জিবনে আর কোন দিন তোমারে মারতে পারব না। রোকেয়া বলে - তাই করেন । আমার বাবা এত টাকা কি ভাবে দিবে । মেম্বার বলল - ভাবি জিবনে ভাল কিছু পেতে হলে ভাল কিছু দিতে হয় । আপনি শুধু চেয়ারম্যান কে একটু খুশি করে দিবেন । দেখি আমি চেয়ারম্যান কে রাজি করাই । গফুর কে জনমের শিক্ষা দিয়া দিমু । কালকে সন্ধ্যায় চেয়ারম্যানের বাগান বাড়িতে চলে আইসেন ।
গফুর রোকেয়া কে বলে চেয়ারম্যান কি আমার ভাত তরে খাওয়াইতে পারবে । তোর বাবা আমার নামে বিচার দেয় হারাম জাদি । এই বলে আরও দুই চর মারে গালে
পিঠে ।
সন্ধ্যায় মেম্বরের সাথে চেয়ারম্যানের কাছে আসে রোকেয়া । মেম্বার চেয়ারম্যান কে
বলে -চেয়ারম্যান সাব গরীবের মেয়ের উপর অত্যাচার খোদায় সহ্য করবে না। আপনি এর একটা বিহিত করেন । চেয়ার ম্যান বলে আচ্ছা মেম্বার তুমি বলছ ।
চেয়ারম্যান বলে বিষয় টা জটিল তোমার বাবা তো বিয়ের সময় বলেছিল কিছু
টাকা পয়সা ছেলে কে দিবে । তবে তুমি যদি আমাদের কথা শুন । তোমার জামাই গফুর কে মরা সাপের মত সোজা করে ফেলব । মেম্বার বলে চেয়ারম্যান রোকেয়া যাও ভিতরে যাও । চেয়ারম্যান সাহেবের খাস কামরায় যাও । চেয়ারম্যানের হাতে
মদের গ্লাস টা মেম্বার দিয়ে বলে বেশী দেরি কইরেন না চেয়ারম্যান গফুর করিম গঞ্জের হাটে গেছে । চেয়ারম্যান রোকেয়া কে বলে কত সুন্দর পরীর মতো মেয়েটা কে
কেউ এভাবে মারে । রোকেয়া নীরবে চেয়ারম্যানের লালসার স্বীকার হয় । চেয়ারমান
রোকেয়াকে বলে তুমি বস মেম্বার কে পাঠাই । আরে চিন্তা কর না । এখন তো আমরা তোমার সাথে আছে । আমাদের হাত তোমার উপরে । মেম্বার ও রোকেয়ার শরীরের
লালসার খেলায় ডুবে যায় । রোকেয়া কে রমিজের রিক্সা নামিয়ে দিয়ে আসে ।
চেয়ারম্যান ও মেম্বার একসাথে বলে আহা রে গরীবের মেয়ে খোদায় আমাদের জন্যই
বানায় । নাও মেম্বার এই গ্লাস টা শেষ কর ।।
সকাল বেলায় বিচার শুরু । সবাই আসছে । চেয়ারম্যান গফুর কে বলে কি রে মেয়েটা কে কই দিন পর পর মারস । টাকা চাস । দেশে কই আইন কানুন নাই ।
গফুর বলে টাকা ছাড়া এই মেয়ে নিয়ে আমি সংসার করব না। চেয়ারম্যান বলে
না এটা কোন কথা না। তোমাকে এই মেয়ে নিয় সংসার করতে হবে । মেয়ের তো কোন দোষ নাই । তুমি তাকে সব সময় নির্যাতন কর । বিষয় টা মেম্বার ও তোয়ার এলাকার সবাই বলছে ।গফুর বলে আমার বউ আমি মারছি অন্য মানুষের কি সমস্যা ? চেয়ার ম্যান বলে তোর তো অনেক সাহস । এই কে আছস এর হাত পা বাঁধ । একটা বানান দে । যে গ্রামের মানুষ দেখুক । নির্যাতন আর যৌতুকের বিচার চেয়ারম্যান কি ভাবে করে ! গফুর কে ইচ্ছা মত চেয়ারম্যানের লোক জন পিটাইলো ।
হাত পা পিটাতে পিটাতে একদম কঠিন মাইর দিল । চেয়ার ম্যান বলে দিল । এই বউ নিয়াই চলতে হবে । গফুর মিয়া বাড়িতে এসে বলে । আমার ঘরে তোর জায়গা নাই ।
তার পর বেশী দিন আর টিকে নাই সংসার রোকেয়ার । মেম্বার ইদানিং আর কোন খবর রাখে না। চেয়ারম্যান বলে একবার বিচার করে দিলাম । তোমাকে নিয়ে সংসার না করলে কি জোর করে সংসার করানো যায় । মাঝে মধ্য আইসো টাকা পায়সা লাগলে নিয়ে নিও । রোকেয়া অল্প সময়ে জেনে গেল । টাকা ছাড়া মানুষের জিবনের
কোন মুল্য । মেয়ে মানুষের কোন কেও স্বার্থ ছাড়া উপকার করে না। । বাপের ঘরে
ফিরে আসে । মাঝে মধ্য মেম্বার খুঁজ খবর নেয় । পাশের বাড়ির এক মহিলা ঢাকা বাসায় কাজ করে । রোকেয়া তার সাথে ঢাকা আসে । যেই বাসায় কাজ পায় । সেই লোক মানুষ বিদেশ পাঠায় । রোকেয়া তার সাথে ভাব জমিয়ে বিনা পায়সায় চলে আসে দুবাই । মাঝ খানে কেটে যায় ৭ বছর । রোকেয়া এখন অনেক টাকার মালিক । গ্রামে পাকা বাড়ী । ধানের জমি । দুই বোন কে ভাল জায়গায় বিয়ে দিছে । গ্রামে একবার দুই সপ্তাহের জন্য এসেছিল । কত মানুষ তাকে দেখতে আসছে । একেই গ্রাম থেকে সে আরও দুই জন কে বিদেশ নিয়েছে । দুবাই থেকে ফেরত আসার পর মেম্বার
আসছে দেখতে । আজ মেম্বারের হাতে মিষ্টি । পান খাইতে খাইতে মেম্বার বলল- রোকেয়া তুমি এই গ্রামের অহংকার । আমাদের গর্ব । রোকেয়া একটু হেসে বলে হ মেম্বার গরীব কমলে তো আপানাদের মাছ শিকার কমে যাবে । তা চেয়ারম্যানের মেয়ে নাকি কোন পোলার প্রেমে পড়ে বিষ খেয়ে মরেছে । আর মেম্বার তোমার মেয়ে ও তো মাসাল্লাহ বড় হইতাছে । আমার ছোট ভাই এইবার মেম্বারিতে দাঁড়াইব । ভাই মেম্বারি পাশ করলে তোমার চালাকি তা ওরে শিখাইমু । মেম্বার চুপ করে একটা মিছকি হাসি দিয়ে বিদায় নেয় । মনে মনে বলে দেশ বিদেশ ঘুরে মেয়েটা বেশী চালাক হইছে । শরীরে গোস্ত আর চর্বি হইছে । একটু না কমাইলে সমস্যা । মেম্বার মনে মনে রোকেয়ার আগের সরল মুখটা চিন্তা করে ।।
কিশোর গঞ্জ শহরে কিছু কেনা কাঁটা শেষ করে একটা রিক্সায় উঠে । রিক্সার চালকের মুখটা গামছা দিয়ে ঢাকা । রোকেয়া একটা পান খাচ্ছে । গ্রামের সুনসান রাস্তা । রোকেয়া বলে- কি এই ড্রাইভার এই গরমের মধ্য গামছা দিয়া মুখ ঢেকে রাখেছ কেন ? কোন গ্রামে বাড়ী তোমার । ভাড়া নিয়া চিন্তা কর না। রোকেয়া বেগমের টাকার অভাব নাই । ড্রাইভার কোন কোন কথা বলে না। বউলাই বাজার পার হবার পর চার দিক শুধু ধানের জমি । মাঝ খান দিয়ে রাস্তা । একটা বাতাস এসে ড্রাইভারের গামছাটা রাস্তায় পড়ে যায় । রিক্সা থেকে নেমে ড্রাইভার গামছা তুলতে গেলে রোকেয়া
চেয়ে দেখে গফুর মিয়া । তার স্বামী । রোকেয়া রিক্সা থেকে নেমে স্বামীর গালে হাত দেয় । নিজের উরনা দিয়ে গফুরের মুখের ঘাম মুছে দেয় । গফুর মাথা নিচু করে থাকে । রোকেয়া বলে তুমি আমি একটা বোকা মানুষ । চল ঐ শিমুল গাছটার নিচে বসি । হাছের নিচে বসে বলে তুমি আমারে টাকার জন্য গরুর মতো মরতে কিন্তু সত্যি করে বল তো । বিয়ের রাইতে আমাকে হাত ধরে বলেছিলে রুকু আমি তোমাকে অনেক সুখে রাখব । দরকার পড়লে রিক্সা চালাইয়া তোমারে ভাত খায়াইব । তুমি আমি কত সুখে ছিলাম । চোখের পানি মুছতে মুছতে বলে গফুর - মেম্বার আমাকে বলে তোমারে মারলেই তোমার বাপে টাকা দিবে । আর বলে আমি মাঝে মাঝে গফুর
তোমার বাড়িতে যাব । এই উসিলা দিয়ে মারবে । টাকা হইলে বলছে মেম্বার আমাকে
গঞ্জে একটা দোকান নিয়ে দিবে । আসলে আমি মেম্বারের কথায় এসব করেছি । মেম্বার বলে তোমার বাপে চেয়ারম্যান কে বিচার দিয়েছে । রোকেয়া বলে সব ঐ
মেম্বারের কাজ । আমার বাবা কে দিয়ে এই শয়তান চেয়ার ম্যান কাছে বিচার বসিয়েছে । যাই হোক যা হবার হয়েছে । তুমি কি আবার বিয়ে করেছ । গফুর বলে
বউ নির্যাতন কারি কে কেউ মেয়ে বিয়ে দেয় না। এমন কি ফকিন্নির মেয়েও না। আমি ৫ বছর ঢাকায় রিক্সা চালায়ে তোমারে অনেক খুজি । একদিন শুনি তুমি বিদেশ । তোমার অনেক টাকা । পড়ে মনে মনে বলি রুকু কি আর আমার মত নিষ্ঠুর মানুষ কে মনে রাখবে । পড়ে ঢাকা থেকে গ্রামে আসি । আজ তুমি হটাৎ করে রিক্সা উঠলা ।
তোমার পড়নে কত দামী কাপড় জুতা গয়না । কি সুন্দর তোমাকে দেখা যায় বিবি সাবের মত । আমি তাই লজ্জায় মুখটা গামছা দিয়ে ঢেকে রাখছি । রোকেয়া গফুরের
পিঠের ঘাম আবার শাড়ীর সাথে গলায় পেচানো ওড়না দিয়ে মুছে দেয় । রোকেয়াও কাঁদতে থাকে শিমুল তলে বসে । আকাশ অন্ধকার করে মেঘ আসে । গফুর বলে তুমি রিক্সায় উঠো নামিয়ে দিয়ে আসি বৃষ্টি আশার আগে । রোকেয়া বলে কেন তুমি আমাকে নিবা না। তোমার ঘর কি আমার ঘর না। বৃষ্টি ঝুম ঝুম করে নামতে থাকে । গফুর তার গামছা টা রোকেয়ার মাথায় দেয় । রোকেয়া কে নিয়ে বৃষ্টি তে ভিজতে ভিজতে গফুরের বাড়ির সামনে রিক্সা আসে । বৃষ্টি শেষ হয় কিছুটা রোদ উকি দেয়
গফুরের উঠানে ।।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক- এর নুডুলস

লিখেছেন করুণাধারা, ১৮ ই মে, ২০২৪ রাত ৮:৫২



অনেকেই জানেন, তবু ক এর গল্পটা দিয়ে শুরু করলাম, কারণ আমার আজকের পোস্ট পুরোটাই ক বিষয়ক।


একজন পরীক্ষক এসএসসি পরীক্ষার অংক খাতা দেখতে গিয়ে একটা মোটাসোটা খাতা পেলেন । খুলে দেখলেন,... ...বাকিটুকু পড়ুন

কারবারটা যেমন তেমন : ব্যাপারটা হইলো কি ???

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই মে, ২০২৪ রাত ৯:০২

কারবারটা যেমন তেমন : ব্যাপারটা হইলো কি ???



আপনারা যারা আখাউড়ার কাছাকাছি বসবাস করে থাকেন
তবে এই কথাটা শুনেও থাকতে পারেন ।
আজকে তেমন একটি বাস্তব ঘটনা বলব !
আমরা সবাই... ...বাকিটুকু পড়ুন

স্প্রিং মোল্লার কোরআন পাঠ : সূরা নং - ২ : আল-বাকারা : আয়াত নং - ১

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৮ ই মে, ২০২৪ রাত ১০:১৬

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আল্লাহর নামের সাথে যিনি একমাত্র দাতা একমাত্র দয়ালু

২-১ : আলিফ-লাম-মীম


আল-বাকারা (গাভী) সূরাটি কোরআনের দ্বিতীয় এবং বৃহত্তম সূরা। সূরাটি শুরু হয়েছে আলিফ, লাম, মীম হরফ তিনটি দিয়ে।
... ...বাকিটুকু পড়ুন

কুরসি নাশিন

লিখেছেন সায়েমুজজ্জামান, ১৯ শে মে, ২০২৪ সকাল ১১:১৫


সুলতানি বা মোগল আমলে এদেশে মানুষকে দুই ভাগে ভাগ করা হয়েছিল৷ আশরাফ ও আতরাফ৷ একমাত্র আশরাফরাই সুলতান বা মোগলদের সাথে উঠতে বসতে পারতেন৷ এই আশরাফ নির্ধারণ করা হতো উপাধি... ...বাকিটুকু পড়ুন

বসন্ত বিলাসিতা! ফুল বিলাসিতা! ঘ্রাণ বিলাসিতা!

লিখেছেন নাজনীন১, ১৯ শে মে, ২০২৪ বিকাল ৪:০৯


যদিও আমাদের দেশে বসন্ত এর বর্ণ হলুদ! হলুদ গাঁদা দেখেই পহেলা ফাল্গুন পালন করা হয়।

কিন্তু প্রকৃতিতে বসন্ত আসে আরো পরে! রাধাচূড়া, কৃষ্ণচূড়া এদের হাত ধরে রক্তিম বসন্ত এই বাংলার!

ঠান্ডার দেশগুলো... ...বাকিটুকু পড়ুন

×