"নাগর আমার নিঠুর বড় মন বোঝে না/আমার ভাঙ্গা খাচা পড়ে আছে সেতো আসে না/পোড়া মনে ভালবাসা সেতো আসে না"-টিভি চ্যানেলের এই যুগে থুক্কু বাংলা সিরিয়ালের এই যুগে যাদের গানের এই লাইন দুইটা মনে পড়তাছে না ,মনে পড়তাছে না যে এটা কোন সিরিয়ালের,আমি বলব তাদের চেয়ে সুখি পরিবার বাংলাদেশে আর নাই।আমি তো ভাই সুখি না।আমার কপালে যে ভাই সুখ নাই।বাংলা সিরিয়াল গুলা আমার আম্মাজানের মাথার হাড় চিবিয়ে খাচ্ছে।
স্বদেশি নাটক হইলে আফসোস হইত না,অন্তত নাটক কম ব্রেক বেশি থাকত কিন্তু ইন্ডিয়ান বাংলা সিরিয়ালের কচ্ছপের মত ঘটনা আর সপ্তাহের ছয়দিন দিবারাতের স্বপ্নের মত আমার আম্মাজানের মাথায় হানা দেওয়া আর তো মেনে নেওয়া যায় না।
স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইটে যেমন কোনদিন কোন মুভি দেখানো হবে তার সিডিউল দেওয়া থাকে আমার আম্মাজানের মাথায় অরিজিনাল টেলিকাস্ট সেই সাথে কখন কোন নাটকের রিপিট টেলিকাস্ট হবে সেটাও আমার মা জননীর মাথায় বদ্ধমূল হয়ে আছে।এতে তাহলে আমার কি ক্ষতিটা হচ্ছে?
আমার বাসায় বর্তমানে নিম্নোক্ত নাটকগুলা সম্প্রচারিত হচ্ছে।মিলিয়ে দেখুন তো আপনাদের মা জননী কয়টা কম দেখে বা কয়টা বেশি দেখে।
১/সাত পাকে বাধা (রাত ৯:৩০, জি বাংলা)
২/রাশি (সন্ধ্যা ৭:৩০,জি বাংলা)
৩/টাপুর টুপুর (রাত ৯ টা,রিপিট টেলিকাস্ট সহ,স্টার জলসা
৪/ইষ্টি কুটুম (সন্ধ্যা ৭ টা,রিপিট টেলিকাস্ট সহ,স্টার জলসা)
৫/ভালবাসা ডট কম (সঠিক সময় জানা নাই,স্টার জলসা)
৬/অপুর জীবন/সংসার (সঠিক নাম অ সময় মনে নাই,এটিভি বাংলা)
৭/অগ্নিপরীক্ষা (মাঝে মাঝে,সন্ধ্যা ৭ টা,জি বাংলা)
৮/মা (রাত ৮:৩০,স্টার জলসা)
৯/অবসর সময়ে হুটহাট ঝটিকা সফরে যেকোন নাম না জানা বাংলা নাটকের যে কোন সিরিয়াল
এত নাম সময় সহ কিভাবে মনে রাখলাম?আরে ভাই,একটা অবলা পাখির সামনে দাঁড়িয়ে শিষ বাজালে সেও কিচির মিচির করে অনুভূতি জানায় আর আমি মানুষ হয়ে আমার কানের সামনে দিন রাত চব্বিশ ঘন্টা নাটক গুলা বাজবে আর আমার মনে থাকবে না এটা তো হয় না।গা জ্বালাময়ি ব্যাপার হল এই সব গুলা নাটক এমন সময় প্রচারিত হয় যখন কিনা আপনি তূলনামূলক কোন ভাল অনুষ্ঠান দেখতে বসেন।
এই যেমন আমার অনেক পছন্দের একটা শো হল man vs. wild।এক ঘন্টার এই শো শুরু হয় রাত সাড়ে নয়টায়।কিন্তু সাড়ে নয়টায় যে হয় সাত পাকে বাধা।টিভির সামনে ওই সময় গিয়ে বসলেই বলে,"এক জিনিষ কতবার দেখবি"।জবাবে আমিও একই কথা বলতে পারি কিন্তু বলি না।কারনের এসব শো পুরানটাই বারবার দেখায় কিন্তু বাংলা সিরিয়াল তো প্রতিদিন নতুন এপিসোড দেখায়।
এই নিয়ে আমার আম্মাজানের সাথে প্রতিদিনি কম বেশি মহাভারত রচয়িত হয়।আমার নাটক যখন শুরু হয় তার আধা ঘন্টা আগে এসে টিভইর সামনে বসে থাকেন।এতে উপরি পাওনা হিসেবে আগের নাটকটাও দেখা হয়ে যায়।
এইতো সেদিন সাতটার একটা নাটক টেলিকাস্ট প্রবলেম হওয়াতে সম্প্রচার হয় নি।এদিকে যে আমার আম্মাজানের এতে হার্ট অ্যাটাক হবার মত দশা।তার দাবি আমি এরকমটা করেছি।তার হার্ট বীট ৫.১ সাউন্ড সিস্টেমের মত বাজতে শুরু করে।
আবার গত পরশু দিন বাংলা সিরিয়ালের হাত থেকে আম্মাজানকে রক্ষা করার জন্য বীরপুরুষের মত আম্মাজানকে বললাম,"কালকে চ্যানেলগুলা এমনভাবে চেঞ্জ করব যে জীবনেও খুইজা পাইবা না।দেখমু কিভাবে আর নাটক দেখো" আমার আম্মাজান আমার থেকে এক ডিগ্রি উপরে।তিনিও বীরনারীর মত আমাকে থ্রেট দিলেন,"তাহলে তোরেও আজীমপুর কবরে এমনভাবে পাঠাবো যে তোরেও কেউ আর খুইজা পাইবো না"
নাটক দেখাতে বাগড়া দিলে তো আমাদের নারী সমাজের একটাই চিরচেনা ডায়লগ,"তোরা তো সারাদিন দেখস,আমরা তো খালি রাতের বেলা দেখি।" ওরে নারী সমাজ,সব ভাল অনুষ্ঠান যদি রাতের বেলাতে হয় টাহলে আমরা কি করিব।আমরা পুরুষ সমাজের তো এখন গরুর পালের মত অবস্থা।বেধে দেওয়া মাঠে ঘাস খাও,খাওয়া হয়ে গেলে বেধে দেওয়া পথে বাড়ি চলে যাও,বাড়ি গিয়ে গোয়াল ঘরে নাক টেনে ঘুমাও।অন্য মাঠের ঘাস খেলে হবেনা।
তাই জি বাংলা আর স্টার জলসার নিকট অপ্রেরনযোগ্য আকুল আবেদনঃ
জনাব,
আপনাদের সম্প্রচারকৃত অনুষ্ঠান আর নাটক মালা দেখিয়া আমার আম্মাজান সহ এদেশের অগুনিত আম্মাজান আর বোনেরা টিভর সামনে যেভাবে দখল নিয়েছে স্বয়ং হিটলারও মনে হয় যুদ্ধে অন্য জাতীর উপর দখল নিতে পারে নাই।পাশে চেয়ে তারা দেখেও না যে তাদের সন্তানরা উপযুক্ত বিনোদনের অভাবে জ্বলেপুরে মরছে।তাদের মতে কম্পুটার/ফিচবুক আমাদের মাথা চিবিয়ে খাচ্ছে।তাহলে আমরা করবটা কি।মরার উপর খড়ার ঘা স্বরুপ আপনারা তো আবার নারীপ্রধান নাটক প্রচার করছেন।এতে যে আমাদের কচি মনে নারীভীতি জন্মাচ্ছে টা কি আপনারা বোঝেন না।দয়া করে আমাদের দিকে তাকান।আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আমাদের দুঃখটা একটু বুঝুন
অতএব,হুজুরের সমীপে বিনীত প্রার্থনা,আমাদের কষ্টের কথা মাথায় রেখে নাটকগুলা ছোট করার চেষ্টা করুন
[বিশেষ দ্রষ্টব্য;আল্লাহর রহমতে আমার আম্মাজান হিন্দি চ্যানেল দেখেন না।তাই কোন হিন্দি নাটোকের সম্প্রচার সময় এখানে দেওয়া হয় নাই।আপনার মা-বোন হিন্দি নাটকের ভক্ত হয়ে থাকলে আপনার ভাগ্যের জন্য শুভকামনা]
আলোচিত ব্লগ
বাংলাদেশে কোন প্রজন্ম সবচেয়ে দুর্নীতিগ্রস্ত? ১৯৭১ থেকে একটি সংক্ষিপ্ত ভাবনা
বাংলাদেশে দুর্নীতির প্রশ্নটি প্রায়ই ব্যক্তি বা দলের দিকে ছুড়ে দেওয়া হয়। কিন্তু একটু গভীরে গেলে দেখা যায়, এটি অনেক বেশি প্রজন্মভিত্তিক রাজনৈতিক - অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে যুক্ত। ১৯৭১ এর পর... ...বাকিটুকু পড়ুন
চাঁদগাজীর মত শিম্পাঞ্জিদের পোস্টে আটকে থাকবেন নাকি মাথাটা খাটাবেন?

আমাদের ব্রেইন বা মস্তিষ্ক কিভাবে কাজ করে লেখাটি সে বিষয়ে। এখানে এক শিম্পাঞ্জির কথা উদাহরণ হিসেবে টেনেছি মাত্র।
ধরুন ব্লগে ঢুকে আপনি দেখলেন, আপনার পোস্টে মন্তব্যকারীর নামের মধ্যে "জেন একাত্তর" ওরফে... ...বাকিটুকু পড়ুন
ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টি দিল্লী থেকে।

((গত ১১ ডিসেম্বর ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টির ইতিবৃত্ত ১ শিরোনামে একটা পোস্ট দিয়েছিলাম। সেটা নাকি ব্লগ রুলসের ধারা ৩ঘ. violation হয়েছে। ধারা ৩ঘ. এ বলা আছে "যেকোন ধরণের... ...বাকিটুকু পড়ুন
"ছাত্র-জনতার বেপ্লবের" ১৮ মাস পরে, আপনার ভাবনাচিন্তা ঠিক আগের মতোই আছে?

২০২৪ সালের পহেলা জুলাই "ছাত্র-জনতার বেপ্লব শুরু হয়, "৩৬শে জুলাই" উহা বাংলাদেশে "নতুন বাংলাদেশ" আনে; তখন আপনি ইহাকে ব্যাখ্যা করেছেন, ইহার উপর পোষ্ট লিখেছেন, কমেন্ট করেছেন; আপনার... ...বাকিটুকু পড়ুন
আমাদের হাদিকে গুলি করা, আর আওয়ামী শুয়োরদের উল্লাস। আমাদের ভুল কোথায়?


৩০ জনের একটা হিটলিস্ট দেখলাম। সেখানে আমার ও আমার স্নেহের-পরিচিত অনেকের নাম আছে। খুব বিশ্বাস করেছি তা না, আবার খুব অবিশ্বাস করারও সুযোগ নাই। এটাই আমার প্রথম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।