
আমি ব্যবসা করলেও প্রচুর অবসর। সারাক্ষন অফিসেই বসে থাকি। ১বার হয়তো সাইটে যাই। কেউ এলে তাদের সাথে কথা বলি। আর সারাদিন ব্লগে পরে থাকি। সময় আর কাটে না.....এলোমেলো যতসব ভাবনা....
কিসের মধ্যে কি কই!!! আসল কথায় আসি-
কিছু একটা করতে চাচ্ছি। প্রোডাক্টিভ কিছু। হঠাত মাথায় এলো "হ্যান্ড মেড ক্লে টাইলস" বা মাটির টাইলস। গুগলে খোঁজ লাগালাম। পেলাম কয়েকটা ছবি।



ব্যাস!!! এটাই করতে হবে। কিন্তু...কিন্তু আমিতো মাটির কাজ করি নাই বা এসম্পর্কে খুব একটা ধারনা নাই।
তাই একদিন এক বন্ধুকে নিয়ে গেলাম মুন্সিগঞ্জের শ্রীনগর থানার ষোলঘর গ্রামের কুমার পাড়ায়। এই কুমাররা হাড়ি পাতিল বানায় না। তারা মূর্তি আর খেলনা/ মাটির ব্যাংক বানায়। নো প্রবলেম!!! আমি জানতে চাই-
*কি ধরনের মাটি প্রয়োজন?
*মাটি কিভাবে প্রস্তুত করে?
*কতক্ষন শুকাতে হয়?
*কিভাবে পোড়ানো হয়?
দুপুর থেকে বিকাল পর্যন্ত সারেজমিন বিষয়গুলো দেখলাম এবং কুমারদের সাথে কথা বললাম। তারা অত্যন্ত আন্তরিকতার সাথে আমার প্রশ্নের জবাব দেয় ও ঘুরিয়ে দেখায়।




বুকভরা স্বপ্ন নিয়ে ঢাকায় আসি আর ভাবতে থাকি কিভাবে কি করবো।
ভাবলাম নিজে নিজে আগে একটু ট্রাই করি।
প্রথমে কাঠের একটা ৫'*৩' ট্রে বানালাম। বন্ধু ব্লগার পাভেল হক বাড়ির কাজ করার জন্য মাটি খুড়েছে। সেখান থেকে দুইবস্তা মাটি আনি। মাটিটা প্রচুর আঠালো কিন্তু দানা দানা প্রচুর।

অফিসে এনে একবস্তা মাটি ফ্লোরে ঢেলে মানি সহযোগে পা আর হাত দিয়ে মিহি মন্ড বানানোর চেষ্টা করি (কোমর ব্যাকা হইয়া গেছিল)। মোটামুটি হয়ে এলে আমার কাঠের ট্রে তে মাটির মন্ড ঢালি এবং হাত দিয়ে ডলে ডিলে সমান করি। নেট থেকে পাওয়া এই ছবিটা করার স্বীদ্ধান্ত নেই।

মাটিতে প্রথমে ছবিটা আঁকি। তারপর হাত, চামচ, চাকু ব্যবহার করে উচুনিচু শেপ দেই। রোদ নাই তাই অফিসে রেখেই ৩ দিন শুকাই। পুরোপুরি শক্ত হওয়ার আগেই স্কেল দিয়ে মেপে ১০"*১০" সাইজে ৬ টুকরা করে কেটে নিই।







শুকানোর পর টুকরাগুলো বাসায় নিয়ে যাই। রান্নাঘরের চুলায় দুই টুকরা পোড়া দেই। পুড়তে দিয়ে ড্রয়িং রুমে টিভি দেখতে বসি। একটা বেশ ভাল ভাবেই পুড়েছে কিন্তু আরেকটা বিকট শব্দে ধ্রীম করে বার্স্ট হয়। ভয়াবহ অবস্থা । আমার ঘুমন্ত ছেলে জেগে কান্না শুরু করে। রান্নাঘরে গিয়ে দেখি চুলা আর মেঝে টুকরা টুকরা মাটিতে মেখে আছে। কি যে কষ্ট পাইছি!!!
পরদিন আরো দুই টুকরা পোড়া দেই ভয়ে ভয়ে। এবারও একটা পুড়েছে আরেকটার এক কোনা ঠাস্ করে ছুটে গেছে। মন খারাপ করে বাকি দুই পিস আর চুলায় দিতে সাহস পাই নাই।
কোনা ভাঙ্গাটা সহ পাঁচ টুকরা টাইলস অফিসে নিয়ে আসি। সবগুলো শিরিষ কাগজদিয়ে প্রয়োজনমত ঘসে নেই। তারপর রঙ করি।

কিন্তু একটা টুকরা না থাকায় বিশ্রি লাগছিল। তাই আর্ট পেপারে ঐ অংশটুকু একে নেই। মোটামুটি একটা দাড়ালো।




কিন্তু যে অভিজ্ঞতা হল তা হচ্ছে-
*মাটির কোয়ালিটি কেমন হবে?
*নকশাকার লাগবে।
*প্রকৃত ২/১ জন কুমার লাগবে।
*পুরুত্ব ৩/৪” হলে ভাল হয়।
*চতুর্দিক একসাথে ভাল করে পোড়াতে হবে।
*যত্ন নিয়ে কোয়ালিটি পেইন্ট করতে হবে।
আমি চাচ্ছি ৩০ পিস/৫০ পিস/১০০ পিস এর বিভিন্ন টাইলস বানিজ্যিক ভিত্তিতে উতপাদন করতে। শুভকামনা প্রত্যাশী~
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১২ দুপুর ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


