পাগলা পুলাডা পাগলা হইলেই জিনিয়াস যেমন ঢেঁকি স্বর্গে গিয়াও যেমন ধান না ভাইঙ্গা ঢেকিঁর চেয়ে আরেকটু উচ্চ লেভেলে থাকে।
কিন্তু বেশ কিছু উচ্চমার্গীয় পাবলিক আছে যারা সপ্ন নিয়ে উদাস নতুবা ধনিয়া ক্ষেতে পাদরা সজ চাষের কথা বলে বেড়ায়।
যাউগ্গা কাজের কথায় আসি যারা এতো পাবলিক কৈয়া কৈয়া লাফায় হেরা কয়েকটা প্রশ্নের জবাব দেউক দেহি-
১। রাজনৈতিক বিবেচনায় যে সকল ছাত্র শিক্ষক বনে যায় হেদের কথা কিছু শুনতে মন চাই?
যেহেতু সবসময় প্রাইভেটের শিক্ষকদের শিক্ষাজ্ঞান পদ্ধতি/জ্ঞান নিয়া প্রশ্ন তোলা হয়। আমার জানামতে টেকনো সাবজেক্টগুলা মেক্সিমাম পড়ানো হয় বয়েটিয়ান দ্বারা। বিজনেস রিলেটেড সাবজেক্টগুলা পড়ানো হয় ঢাকা ইউনি/জাবি দ্বারা
২। প্রায়ই শোনা যায় সরকারী কতিপয়ের যোগসাজশে অমুক ঐ ডিগ্রী পাইছে। কিছুদিন আগে একজন বিচারকের চট্রলা ইউনি থেকে জালিয়াতি করে সার্টিফিকেট সংগ্রহের কথা ব্যপকভাবে আলোচিত হয়েছিলো।
যেহেতু সবসময় বলা হয় টাকা দিয়ে সার্টিফিকেট বিক্রি করে প্রাইভেট
৩। প্রাইভেট সেক্টরের কত % পোলাপাইন বেকার? আর পাবলিকে কত পার্সেন্ট?
কত কথা মনে আহেরে............
শেষে একটা কথা বলে যায় মেধার দিক দিয়ে পাবলিকের পোলাপাইন অনেক আগাইয়া আছে এইটা নিয়া কোন ডাউট নাই। দেশরে হোগা মারার দিক দিয়াও পাবলিকের পোলাপাইন কিন্তু ৯৯.৯৯% আগাইয়া আছে।
আমি ঢালাউভাবে প্রাইভেটরে গালাগালির বিপক্ষে।
আমি ঢালাউভাবে প্রাইভেটরে গালাগালির বিপক্ষে।
আমি ঢালাউভাবে প্রাইভেটরে গালাগালির বিপক্ষে।
আমি ঢালাউভাবে প্রাইভেটরে গালাগালির বিপক্ষে।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



