পরিবেশের কথা চিন্তা করে আমি কখনো পলি ব্যগ ব্যবহার করি না। বাসা থেকে চটের থলে নিয়ে বাজারে যাই। বাজার শেষে থলে হাতে নিয়ে বাসায় ফিরি।
গত কালও বাজার থেকে ফিরছিলাম। ফেরার পথে আমার থলেটা পয়েন্টে কর্তব্য রত পুলিশ ভাইদের চোখে পরে।
শত শত লোক প্রতিদিন পলি ব্যগ তাদের সামনে দিয়ে নিয়ে যায়। সেখানে কোনো আপত্তি নাই সন্দেহ অ নাই। যত আপত্তি, সন্দেহ আমার পরিবেশ বান্দব চটের নিরীহ থলেটার উপর।
যথা বিহিত উনারা উল্লাশি কার্য উদ্ধত হলেন।
শুধু কি তাই? আমার ২০ টাকা কেজি দরে কেনা শশা গুলোও উনাদের চোখ এড়াতে পারে নাই।
৭ জন মিলে সাতটা শশা গায়েব করে দিলেন। তাও আমার সামনে আমাকে না বলে।
এটাকি সেবা? নাকি অন্য কিছু?
ইদানিং লোক মুখে পুলিশ বাহিনীর যে সুনাম! সোনা যাচ্ছে তার সত্যতার প্রমান যে এভাবে পাব, ভাবিনি কখনো।
যারা কয়েকটা শশার লোভ সামলাতে পারেনা, লাখ লাখ টাকার টুপ কি করে সামলাবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




