somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যঙ্গ-রঙ্গ:: ছোটগল্প:: একচোখা মন্ত্রীর গল্প

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০৩৫ সাল। মন্ত্রী লিয়াকত সাহবে ও তার পিএস বদিউল্লাহর মধ্যে কথোপকথন হচ্ছে।
--- স্যার,এবার তো স্বাস্থ্য খাতে ১৫০ কোটি টাকা বাজেট পাস হল, কত পার্সেন্ট রাখবেন??। বদি জিজ্ঞাস করল।
--- না, এবার বেশী রাখবো না। মানুষের কথাও তো চিন্তা করতে হবে।আর তাছাড়া আমরা তো নির্বাচিত কেউ না । অন্তত কিছু কাজ করে হলেওতো বুঝাতে হবে আমরা জনদরদি । ঐ শুধু অস্টেলিয়ার বাড়িটা কাজ করার জন্য যা লাগে আর কি?
---স্যার, আশুলিয়ার বাড়িটার কি হবে??
---আরে আমি তো ভুলেই গিয়েছিলাম। কয়টার কথা মনে রাখবো বল, বয়স তো আর কম হয়নি। যদিও তোর ভাবি বলে, এখনও নাকি আমার পিছনে অনেক মেয়ে লাইন ধরে আছে।
----ভাবি তো সত্যিই বলছে,। স্যার আমার মাথায় একটা বুদ্ধি আছে। যদি অভয় দেন তবে বলতে পারি।
---বল।
--- স্যার, আগামী মাসে মেডিকেল ভর্তি পরীক্ষা। শুধু পরীক্ষার আগের রাতে আপনি একটু সাহস দিলেই হবে।
--- আরে, বদি তুই তো দেখি পাক্কা আমলা।
--- স্যার যে কি বলেন। তবে আমি কোচিং সেন্টার গুলোর সাথে কথা বলে সব ঠিক করে রাখতেছি।
লিয়াকত সাহেব হা সুচক মাথা নাড়েন।
-- স্যার আমার ব্যাপারটা একটু ভাববেন। গত বছর বাড়িটা ধরলাম এখনও দশতলা শেষ করতে পারিনি। বদি বলল।
---সেটা নিয়ে এখন না ভাবলেও চলবে, আগে কাজটা ঠিক ভাবে কর।
বদি সাহেব, লিয়াকত সাহেবকে সালাম করে রুম হতে বেরিয়ে যায়।

মন্ত্রী সাহেব হসপিটালের বেডে শুয়ে আছেন। তার পাশে দাড়িয়ে আছে বদি সাহেব।
-- বদি,,, মন্ত্রী ডাকলেন
-- জ্বী স্যার বলুন।
---আমি এক চোখে দেখতে পাচ্ছি না কেন?
--- স্যার, বিকালে অফিস হতে বাসায় যাওয়ার পথে একসিডেন্টে হন। আপনার বাঁ-চোখে প্রচন্ড আঘাত পান। রাত ২টা বাজে অপরেশন সাকসেসফুল হয় ।
--- এত ঘন্টা পযন্ত অপারশন থিয়েটারে ছিলাম।?
---না। আসলে ডাক্তার সাহেব ১২টার আগে কোন গুরুত্বপূর্ণ অপারেশন করেন না। তাই এতক্ষন অপেক্ষা।
--- কেন? মন্ত্রী তো রেগে মেগে অাগুন হয়ে বললেন আমি এতক্ষন পড়ে ছিলাম, অযত্নে। আমি এদেশের মন্ত্রী তাকে কি তুমি এই কথা বলো নি?
--- বলছিলাম। কিন্তু মন্ত্রী শুনে সেই কি ভক্তি। আর বললো " চিন্তা করবেন না। ১২টার পর অবশ্যই আমি মন্ত্রীর সঠিক চিকিৎসার উপায় পেয়ে যাবো।একটু ধর্য্য ধরুন "
-- ও তাই বলো। নিশ্চয় পড়ালেখা করেছিল কিভাবে সঠিক উপায় অপারশন করা যায়। কিছুটা আশস্ত মনে বললেন মন্ত্রী ।
--জ্বী অনেক পড়ালেখা করেছে, আমি যখনই উনার রুমে গিয়েছি, দেখি উনি ফেসবুকে চ্যাট করতেছে। বুঝেনি তো এখন আর বই কলমের যুগ না সবই ডিজিটাল। বদি সাহেব হাস্যোজ্জল মুখে বললেন।
---আচ্ছা ডাক্তারের অভিজ্ঞতা কেমন? মন্ত্রী সাহেব জুস খেতে খেতে বললেন।
---স্যার, আমি কি আপনাকে কম অভিজ্ঞ ডাক্তারের কাছে আনতে পারি বলেন। এই দেখেন ডাক্তারের ভিজিটিং কার্ডঃ
ডাঃমোঃমতিউর রহমান
এমবিবি্এস(ডিএমসি)
২০ বছরের দীর্ঘ ছাত্রত্বের অভিজ্ঞতা।
স্যার দেখছেন! যে ছেলে বিশ বছর ধরে ডাক্তারি বিষয়ে পড়ালেখা করেছে। সে কি খারাপ ডাক্তার হতে পারে।
--তুই আসলে একটা পাক্কা আমলা। এই ডাক্তার তুই কিভাবে খুজে বের করলি। তোর বেতন ৭.৫% বাড়িয়ে দিলাম। মন্ত্রী সাহেব বললেন।

তিনদিন পর ডাক্তার এলেন। চোখের পর্দা খুলতে। বদি সাহেব, মন্ত্রীর মাথার পাশে বসে ছিলেন। ডাক্তার মন্ত্রী সাহেবের চোখের ওপরের ব্যান্ডেস খুলে মন্ত্রী সাহেবকে আস্তে আস্তে বাঁ চোখ খুলতে বললেন। মন্ত্রী সাহেবও আস্তে আস্তে চোখ খুললেন। কিন্তু তিনি বাঁ চোখ দিয়ে কিছুই দেখতে পাচ্ছেন না। তখন ডাক্তার সাহেব ছোট একটা টর্চ লাইট দিয়ে মন্ত্রীর বাঁ চোখটি দেখলেন। অনেক খন দেখার পর ডাক্তার বললেন " স্যরি স্যার, আপনি আর কখনও বাঁ চোখ দিয়ে দেখতে পারবেন না। "
মন্ত্রী আঁতকে উঠে বললেন " কি বলেন ডাক্তার সাহেব "
-- আসলে মন্ত্রী সাহেব ভুল আপনি ভুল সময়ে একসিডেন্ট করেছেন। আর একটা কথা ভবিষ্যতে একসিডেন্ট করলে আবশ্যই রাত বারোটার কাছাকাছি সময়ে করবেন। তাহলে তাৎক্ষনিক চিকিৎসা পাওয়া সম্ভব। বুজেনই তো সব কিছু ফাঁস হয় রাত ১২ টার পর।
আসি। গুড লাক।

বদি সাহেব ও মন্ত্রী বিষন্ন মনে হসপিটালের বিল জমা দেবার ডেক্সের দিকে যাচ্ছেন। মন্ত্রী সাহেব কল্পনাও করতে পারতেছেন না যে তিনি আর বাঁ চোখ দিয়ে দেখবেন না। এটা ভাবতে উনি যেন বিস্মিত।উনার বিশ্বাসই হচ্ছে না। বারবার ডান চোখের উপর হাত রেখে বাঁ চোখ দিয়ে দেখার চেষ্টা করতেছেন কিন্তু না সত্যিই তিনি দেখতেছেন না।
বদি সাহেব যতটা না মন্ত্রীর চোখের জন্য বিষন্ন তার চেয়ে বেশী চিন্তি বেতন নিয়ে। মন্ত্রী যখনই জানতে পারলো তিনি আর বাঁ চোখে দেখবেন না তখনই বদি সাহেবের বর্ধিত বেতন বাতিল করে উল্টো ৭.৫ % কমিয়ে দিয়েছেন। কত আশা করছিল বর্ধিত বেতন দিয়ে নতুন একটা ৩২ ইঞ্চির এলইডি টিভি কিনবে। সব আশায় ধুলো বালি।
ডেক্সের কর্মচারী একটি বিলের কাগজ মন্ত্রী সাহেবের হাতে দিলেন। মন্ত্রী বিল দেখে আবার্ও বিস্মিত। তিনি প্রথমে ভাবলে হয়তো এক চোখে না দেখার জন্য এমনটা দেখাচ্ছে। কিন্তু বদি সাহেব মন্ত্রীর ভুল ভাঙ্গিয়ে দিলেন। ৫ দিনে হসপিটালের যাবতীয় খরচ বাবদ ৩ লক্ষ টা। আর আশ্চয্যের বিষয় ডাক্তারের ভিজিট আর অপারশনেরর খরচ অনেক বেশী। মন্ত্রী বিস্মিত হয়ে কর্মচারী কে জিঙ্ঘস করলেন কেন এত বেশী রাখা হচ্ছে। কমর্চারী শান্ত ভাবে বললেন " এসএসসি, এইচএসসি এবং মেডিকেল প্রশ্ন ফাঁস করতে নাকি ডাক্তারদের অনেক টাকা খরচ হয়। তাই ডাক্তারদেরই নির্দেশেই বেশী রাখা হচ্ছে রোগীদের কাছ হতে। "
কিছুটা স্থির হয়ে বিলের কাগজের নিচের দিকে ডিসকাউন্ট অপশান দেখি বললেন " তবে আপনি যেহেতু মন্ত্রী তাই ডাক্তার নিজে আমাকে ফোন করে আপনাকে ৭.৫% ডিসকাউন্ট দেবার কথা বলেন। বুঝেনি তো আপনাদের কারণেই তো তিনি আজ এই পর্যায়ে
মন্ত্রী সাহেব আর কিছুই বললেন না। উনি বিল জমা দিয়ে আস্তে আস্তে সিড়ি ভেঙ্গে নিচে নামতেছে, আজ মন্ত্রী হসপিটালের লিফটও ব্যবহার করেননি। আর মনে মনে ভাবতেছে এতগুলো টাকা কোন খাত থেকে উঠাতে হবে??
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৭১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৬



মানুষ দুনিয়াতে ন্যাংটা আসে।
ধীরে ধীরে বড় হয়। যোগ্যতা দক্ষতা এবং জ্ঞান অর্জন করে। তারপর ইনকাম শুরু করে। সমাজের বহু মানুষ প্রয়োজনের চেয়ে বেশি টাকা ইনকাম করে।... ...বাকিটুকু পড়ুন

যারা সাহাবা নন তাঁরা রাসূলের (সা.) অনুসরনের জন্য সাহাবার (রা.) অনুসরন না করে আমিরের অনুসরন করলে সঠিক পথে থাকবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৯ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:১৯



সূরাঃ ৪ নিসা, ৫৯ নং আয়াতের অনুবাদ-
৫৯। হে মুমিনগণ! যদি তোমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস কর তবে তোমরা (ইতায়াত) আনুগত্য কর আল্লাহর, আর (ইতায়াত) আনুগত্য কর রাসুলের, আর... ...বাকিটুকু পড়ুন

হকারের পেটে লাথি দাও, নিরাপদে হাঁটার স্বাধীনতা ফেরাও

লিখেছেন মিশু মিলন, ০৯ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৪১




ঢাকার ফুটপাত আমি থেকে কোনো কিছু কিনি না। এটা আমার এক ধরনের প্রতিবাদ। কারণ, এই হকাররা আমার স্বস্তিতে ও নিরাপদে হাঁটার স্বাধীনতা কেড়ে নিয়েছে। আমি হাঁটতে পছন্দ... ...বাকিটুকু পড়ুন

হত্যাকাণ্ড বন্ধে কেন ম্যাজিক জানা জরুরি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৪৪


জাতি হিসাবে আমরা বড়োই অভাগা। ইতিহাসের মঞ্চে রাজা বদল হয়, কিন্তু চিত্রনাট্য বদল হয় না। এক রাজা যায়, আরেক রাজা আসে; কিন্তু পর্দার পেছনের কলকাঠি নাড়া সেই একই হাত।... ...বাকিটুকু পড়ুন

লন্ডনের ত্রয়োদশ বইমেলা এবং সংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ শেষ পর্ব

লিখেছেন রোকসানা লেইস, ১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ২:৪৯



সেপ্টেম্বর চৌদ্দ তারিখ লন্ডনে অনুষ্ঠিত হবে বই মেলা ও সংস্কৃতি উৎসব। অনুষ্ঠিত হবে লন্ডনের ব্রিক লেন অবস্থিত রিপ্লেইনে অবস্থিত ব্র্যান্ডি সেন্টারে।
অনুষ্ঠানের প্রথম দিন শুরু হবে বেলা... ...বাকিটুকু পড়ুন

×