ঢাকা শহরের চারিদিকে অশ্লিল বিলবোর্ড এর ছড়াছড়ি । এ নিয়ে নতুন করে বলার কিছু নাই । কিন্তু এর কি প্রতিকার হবেনা ?
যারা তাদের পন্যর প্রচার করে তাদের লক্ষ্য তো থাকবে তাদের পন্যের গুনাগূণ দেখানো । কিন্তু তা না করে দেখা যায় মডেলের প্রচার করে । পারলে উলঙ্গ ছবি দিয়ে দেয় ।
মানুষ পন্য দেখবে কি মডেলের খোলা অংগ দেখতে দেখতে সময় কেটে যায় ।
যার ফলে দেখা যায় পন্যের প্রতি মানুষের আকর্ষন না বেড়ে পর্নের প্রতি মানুষ ঝুকে পড়ে । ইভ টিজিং এর অনেক কারনের মাঝে ইহা ও একটি কারন ।
নিচের ছবিটি দেখুন । এখানে উলঙ্গ চেহারার সাথে অশ্লিল ভঙ্গির কি দরকার ছিল ? কি দরকার ছিল নারি মডেলের ?
যে কেউ যদি বনানি রোড কিম্বা সোনারগাও হোটেল রোড যান তাইলে kool এর এসকল বিজ্ঞাপন দেখতে পাবেন ।
আবার দেখেন নারীর উরু প্রদর্শনের সাথে এর কি সম্পর্ক ?
ইহাকে কি কইবেন ? দেখে কি কারো কুধারনা জন্মাবেনা ?
এই ভঙ্গিকে কি বলবেন ? এত বাক দেখানোর কি দরকার ছিল ?
চারিদিকে যে এত নারী নির্যাতন তার এসব দায়ী নয় ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




