বাচ্চু রাজাকারকে মহান মানুষ হিসেবে পরিচিত করার প্রয়াস চালালো বাংলাদেশে সুপরিচিত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি, রয়টার্স, এপি ও এএফপি।
বাংলাদেশের প্রথম যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড ঘোষণার খবরে বাচ্চু রাজাকারকে তারা বললো যাজক, সুপরিচিত মুসলিম ধর্মপ্রচারক বা ক্লারিক। এই একই সুরে তারা বুনলো সংবাদ, সংবাদের শিরোনাম। যুদ্ধাপরাধের দায়ে একজন ধর্মযাজককে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে বলেই প্রচার চালালো তারা।
আরো এক কাঠি সরেস বিবিসি। অজ্ঞাতপরিচয় বিশেষজ্ঞের বরাত দিয়ে বিবিসি বললো, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হননি। ‘নিহতে’র সংখ্যা বড়জোর ৩ থেকে ৫ লাখ হতে পারে।
BBC
তাই সঙ্গত কারণেই খ্যাতনামা এই চার সংবাদ প্রতিষ্ঠানের এমন অবস্থান নানা প্রশ্ন ও বিতর্কের জন্ম দিলো।
সুত্র

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




