অতি সম্প্রতী তিনি বিবাহ করিয়াছেন। ইকটুয়াগে আমাকে জিমেইলে ঘটনাটি স্বয়ং জানাইলেন।
ইন্নালিললাহে ওয়া ইন্না লিললাহে রাজিউন...
আমরা... বিশেষ করে আমি যারপর নাই শোকাহত!
সবার গতি হয়ে যাচ্ছে....খোদা খালি আমার দিকে মুখ তুলে তাকায় না।
এইখানে গিয়া সমবদনা জানায় আসতে পারেন
অভিনন্দন রিয়াজ ভাই।
...তাইতো বলি...ব্লগে এত কম দেখি কেন!!!
দাম্পত্য জীবন সুখের হোক এই কামনা করি। ভাবীকেও পারলে ব্লগে নিয়ে আইসো। তাতে করে তুমি সেইফ থাকতে পারবে।
তাহার কাছে এক দফা ৫ দাবীঃ
১. কাউকে না জানাইয়া চুপিচুপি কাজ সারার জন্য একটি গনক্ষমা চাহিয়া পত্র (পোস্ট)
২. কিভাবে চিন-পরিচয়, কিভাবে পরিনয়, কিভাবে শুভস্য, বিস্তারিত জানাইয়া আরেকটি পোস্ট।
৩. সেই পোস্টে বিবাহের ফটুকের ফেসবুক বা ফ্লিকারের লিংক থাকিতে হইবে। সেগুলা না থাকিলে ব্লগে ছবি আপলোড করিয়া হইলেও দিতে হইবে।
৪. ভাবীর জন্য আলাদা একটি ব্লগের ব্যবস্থা করিয়া দিতে হইবে। সে উহাতে লেখুক বা না লেখুক তাহাতে কিছু যায় আসে না।
৫. ব্লগের অবিবাহিত ছোট ভাই এবং বোনদের বিবাহ দিবার জন্য কিছুটা হইলেও চিন্তা ফিকির করিতে হইবে।
দাবীসমূহ না মানিয়া লওয়া হইলে তাহার ব্লগ চিরতরে বর্জন ঘোষনা করা হইবে।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



