আজকে ১৭ই জুন, আমার ছোট্ট সোনামনিটার জন্মদিন। বাবুর আজ ৫ বছর পুর্ন হলো। ২০০৪ সালের এই দিনটা তে সে পৃথিবীর আলো দেখেছিলো। একটা শিশুকে মা তার গর্ভে যতটা অনুভব করতে পারে, বাবা ততটা পারেনা। কিন্তু জন্মের সাথে সাথে বাবার সবটুকু ভালবাসা আর মমতা সে আদায় করে নেয়। বাবা হবার অনুভুতিটা আসলে লিখে বোঝানো যাবেনা। তুলনা দিলে হয়তো এমন হবে - আমার নিজের বলতে আমার জীবন, আমার অস্থিত্ব - এর বাইরেও যদি নিজের বলে কিছু থাকে, তবে সেটা আমার সন্তান।
আজকে বাবুর জন্মদিন, তাই আমার ব্লগে আজকে সবার দাওয়াত







(চলে আসার আগের দিন বাবুর সাথে তোলা আমার ছবি)
আমার বাবুটার জন্য দোয়া করবেন সবাই
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




