কি যেন বলার ছিল, কি যেন হয়নি বলা !
থাক্, সে সব না বলা কথা অস্ফূট কুঁড়ি হয়ে থাক্ অনন্তকাল।
বিরহদীপালোকে চিনেছি নিজেকে, পেয়েছি তোমাকে প্রানময়।
ত্যাগে আর তপস্যায় তুমি পরাজিত করেছো আমায়।
হার মানা সে হার পরে নিয়েছি নতশিরে বিজয়ী মানুষটি তুমি বলে।
তোমার অনুভবে, তোমার বুকের উষ্ণতায় বেঁচে থাকি আমি।
জেনে গেছো তুমি -- আমি আছি।
সহেলী, ব্লগের প্রিয় মুখ। তার লেখা আবেগী সব কবিতা আর গল্পের পাঠক অনেকেই। সুন্দর সাবলীলতায় সহেলী লিখে যান তার রচনা। তার লেখাগুলোতে প্রায় সময়েই উঠে আসে মন উদাস করা একটা অনুভুতী, যা ব্লগার সহেলীকে করে দিয়েছে আর সবার চাইতে একটু আলাদা। তার ব্লগে ঝটপট ঢুকে পরে, ব্লগ পড়ে কমেন্ট করে সহজেই বেড়িয়ে আসা যায়না। তার লেখাগুলো মাথায় ঘুরতে থাকে দীর্ঘ সময় ধরে। প্রিয় এই কবিকে নিয়েই আমাদের এবারের আয়োজন। আশা করি আপনাদের ভাল লাগবে।
জলছবি স্মৃতি ছুঁয়ে থাকে হৃদয়াবেগ, ধুয়ে গেছে ধ্বনি তার;
শব্দহীন সময়ের পারাবার …
নির্বাচিত ৪৮টি কবিতা ও ৪টি গল্প নিয়ে ৬৯ পাতার ১.২০ মেগাবাইট আকারের সহেলীর কবিতা ও গল্প সংকলন "বুকের জমিনে ছোট পারিজাত এক....." ডাউনলোড করুন মিডিয়াফায়ার থেকে ...
বুকের জমিনে ছোট পারিজাত এক..... ডাউনলোড
এই সংকলন তৈরীর উদ্যোক্তা হিসেবে ছিলেন ব্লগার অপসরা। যদিও এর কাজ শুরু হয়েছিল অনেকদিন আগেই, কিন্তু আমার সীমাবদ্ধ সময় আর পেইজ লেআউট আমার নিজেরই পছন্দ না হওয়ায় বার বার নতুন করে ডিজাইন করে কাজটা শেষ করতে সময় লেগে যায় অনেকদিন। এক সময় অপেক্ষা করতে করতে সহেলী নিজেও আশা ছেড়ে দেন মনে হয়। শুরু থেকেই বাবুনি সুপ্তি যোগাযোগ, লেখা সংগ্রহ, বাছাই ও সম্পাদনার দায়িত্ব নিয়ে নেয়। আমার ওপর থেকে কাজের ভার অনেকটাই কমিয়ে দিয়েছিল বাবুনি। কৃতজ্ঞতা তার প্রতি।
সংকলনটি কেমন লাগলো জানাতে ভুলবেননা যেন।
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন ...
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১০ সকাল ৯:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



