অনেকদিন পরে আবার ক্লাসে ফিরে আসতে মন চাইলো। প্রথমেই একটা ছোট্টগল্প।
একদিন কোথায় যেন পড়ছিলাম আমেরিকায় বিভিন্ন ধরনের নোটে সাতজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ছবি আছে। এরপর এক ছোটভাইরে জিগাইলাম ক ত দেহি বাংলাদেশের নোটে কতজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ছবি আছে। সে বলল দুইজন।
আমি চোখ বড় বড় করে তার দিকে তাকাইতে যামু এমন সময় সে বলল
১.বঙ্গবন্ধু
২.বাঘ।
আজকে হঠাত্ খেয়াল করলাম নতুন নোটগুলাতে বাঘের জলছাপ নেই। যাক ভাল হৈছে বনের বাঘ বনে ফিরে গেছে। বাঘের ভয় নাই। নিশ্চিন্তে ক্লাস করা যাবে।
মনে করেছিলাম আজকে ছাইয়া নিক নিয়ে আলোচনা করব। কিন্তু পরে দেখলাম ছাইয়া বিষয়ে তেমন জানানোর কিছু নাই। সবাই ই জানে।
তবুও কিছু বললাম।
কিছু পোলাপাইন নিজেরে মাইয়া ভাবতেই বেশী স্বাচ্ছন্দ্য বোধ করে এবং কোন একটা মেয়ের নাম ধারন করে ব্লগিং করে থাকে। আসলে ব্লগিং না ব্লগের পরিবেশ নষ্ট করে থাকে। তাদেরকেই ছাইয়া নিক বলে।
ছেলে মাইয়ার ন্যায়=ছাইয়া(উপমান কর্মধারয় সমাস)।
ছাইয়া নিকের মূল লক্ষ্য হিট। এরা হিটের বিষয়ে খুবই সিরিয়াস। এদের খাবারের আইটেমেও থাকে নানা ধরনের হিট। যেমন হিট ভূনা, হিট ফ্রাই, হিটের টিক্কা কাবাব ইত্যাদি। যেকোন ধরনের পোস্টে এদের উত্পাত লক্ষনিয় একটা বিষয়
কিছুদিন ছাইয়ার উত্পাতে এমন অবস্থা হইছে যে কোন নারী ব্লগারের নিক দেখলেও অনেকে ছাইয়া ভেবে এটাক করে বসে। কিন্তু এটা ঠিক না।
হিট ব্লগারদের পোস্টে ছাইয়ারা প্রচুর পরিমানে একটিভ থাকে। উদ্দেশ্য নজরে পরা, হিট খাওয়া।
ছাইয়াদেরকে মানষিক প্রতিবন্ধী বলা আর প্রতিবন্ধীদের অপমান করা একই কথা।
অনেক ব্লগার আছে যারা ছাইয়া নিক কট করতে পারে। তাদের আমি বলি ভাইয়া নিক।
ক্লাস শেষ। কিছুদিন আগে একটা নতুন ইংরেজী শব্দ লিখলাম যার অর্থ "দীর্ঘশব্দভীতি"। কেউ কি জানেন ইংলিশটা কি?
আগের ক্লাস
আরও আগের ক্লাস

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



