এই মেয়েটির নাম আদুরী । আমাদের মত ভদ্রলোকের বাড়িতে কাজ করত এই আদুরী। গৃহকর্তা/গৃহকতীর অত্যাচারে আদুরী এখন ঢাকা মেডিক্যাল হাসপাতালে 204 নাম্বার ওয়াডের বারান্দায় মৃত্যু সাথে লড়ছে। আদুরীকে বাচানোর কোন পদক্ষেপ নিয়ে মহৎ হবার জন্য ঐক্যবদ্ধ না হয়ে, আসুন ঐ বেটা বেটিকে চিহিৃত করতে সবাই অপারেশনে নামি। এই পশুদের খুঁজে বের করার দায়িত্ব শুধু পুলিশের না, আমাদেরও।
অত্যাচারী এই ভদ্রলোকের বাড়ি বনানীতে ধারনা করা হচ্ছে। কারণ আদুরীকে তারা বনানীর একটি ডাস্টবিনে ফেলে যায়। বনানী ভাই ব্রাদার /বোনেরা পশুগুলাকে চিহিৃত করতে আপনাদের সহযোগিতা চাই।
স্যালুট ঢাকা মেডিক্যাল হাসপাতাল যারা দিন রাত বিনামূল্যে শিশুটির সেবা দিচ্ছে।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




