কেন আমি ব্লগে আসলাম
অনেকটা কিছু না জেনেই আমার ব্লগে আসা। কিছুই যে জা্নতাম না তা কিন্ত না, আরব বসন্ত শুরুই হয়েছিল ফেবু আর বিভিন্ন সামাজিক ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে, পেপার পত্রিকায় তখন থেকেই ব্লগ নামটার সাথে পরিচিত হই। আমি আমার দেশকে ভালবাসি, কিন্ত ভেবে পাচ্ছিলাম না কি ভাবে আমার চিন্তা চেতনা গুলো অন্যকে নিয়ে শেয়ার করব ফেসবুকে অনেক আগে থেকেই আছি কিন্ত ওখানে সব পরিচিত মানূষগুলো যাদের আমি চিনি তারাও আমাকে চেনে তাই তাদের সাথে মনের ভাব প্রকাসের খুব বেশি অবকাশ নেই আর আমি চাচ্ছিলাম এক ঝাক রাগী মানুষ যারা সমাজকে ভেঙ্গে নতুন ভাবে তৈরী করতে চায় নকশালদের মত। আবার নকশালদের চরমপন্থাও পছন্দ করিনা (অবশ্য ক্ষেত্র বিশেষ চরমপন্থাও কাজ দেয়, নকশালদের পাশাপাশি সরকারি সংস্থা RAB), এই সময় আমার ব্লগের খোজ পাওয়া। এখানে এসে দেখলাম একঝাক ঝা চকচকে ছেলেমেয়ে অসাধারন কিছু কথা বলতে আছে। মনে ধরে গেল। থেকে গেলাম। ভাল লাগা শুরু হল।
কেন এতদিন আমি ব্লগে আসি নাই
আমি একটু পুরানো ভাবধারার মানুষ ইলেক্ট্রিক মিডিয়ার থেকে ছাপার অক্ষরে পড়তেই স্বাচ্ছন্দ বোধ করি, আমার নিজের ২০০০ এর উপর বই, ম্যাগাজিনের কালেকশান আছে। হাজার মানুষের চিন্তা চেতনা আমি নিজের মধ্যে নেবার চেষ্টা করছি, যতটুকু পারছি আরকি। যদিও ১৯৯৭ সাল থেকে আমার কম্পুটারের সাথে সখ্য। আমার কাজই করতে হয় কম্পুটারে। তারপর ও ওইযে বললাম পুরাতন ধ্যান ধারনা।
কি চাই আমি ব্লগ থেকে?
নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসার কারনে আমি কিছুটা স্বার্থপর মানুষ, বেচে থাকার তাগিদেই। সব কিছু থেকেই লাভ বের করার এক মানসিকতা। তাই ব্লগ থেকেও আমি স্বার্থ খুজি, দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে, আওয়ামীলিগ আসলে আমরা বলি ভারতীয় দালাল আর বিএনপি আসলে বলি পাকিস্তানি দালাল অথচ এই দুই দল এর পরিবারতন্ত্র আমাদের নিয়ন্ত্রন করছে, বিএনপি সমর্থিত যুব সমাজ শ্লোগান ধরছে তারেক জিয়াকে চাই আবার আওয়ামী সমর্থক যুব সমাজ আকুল আবেদন ধরছে জয়কে চাই। কেন এ রকম হবে? আমরা কি কোন রাজতান্ত্রিক সমাজে বাস করছি গনতন্ত্রের আড়ালে? বিএনপি আওয়ামিলীগ নিয়ে আমার কোন মাথা ব্যাথা নেই আমি চাই প্রগতিশিল নেতৃত্ব আসুক, এখানেই আমি ব্লগ থেকে স্বার্থ হাসিল করতে চাই।
মাসুদ রানার কালো ফাইল এবং ব্লগারদের করনীয়
মাসুদ রানা আমার স্বপ্নের নায়ক, সবগুলো মাসুদ রানা আমার পড়া (পরীক্ষা প্রার্থনীয়), রাশিয়ার এক নেতা ক্ষমতায় আসা প্রায় নিশ্চিত, এইসময় ঘটনা চক্রে তার নির্বাচনী ইশতেহার প্রকাশ পায়, দেখা যায় তার গোপন প্লান সে রাশিয়ায় আবার এক নায়কতন্ত্র ফিরিয়ে আনতে চায়, কিভাবে এই প্রচন্ড জনপ্রিয় জন প্রতিনিধিকে ঠেকাবে পশ্চিমা দুনিয়া, আর্ভিবাব আমার নায়কের মাসুদ রানার, একা রাশিয়া ঘুরে বেড়ায়, কিছু সৎ ক্ষমতাবান মানুষ্কে দেখায় সেই কালো নির্বাচনী ইশতেহার যারা দেশের দুর্নিতিতে বিতশ্রদ্ব হয়ে দেশ থেকে মুখ ঘুরিয়ে বসে ছিল, দেখিয়ে বুজাতে সক্ষম হয় রাশিয়ার সামনে কি ভয়ংকর অবস্থা আসছে, নড়ে উঠে সারা দেশ ফলশ্রুতিতে ধবংস হয়ে যায় সেই অসৎ রাজনিতিবিদ।
সামনের বছর আমাদের নির্বাচন আমাদের সময় হয়েছে আমাদের ঘুরে ঘুরে কিছু সৎ মানুষদের সাথে যোগাযোগ করার তাদের মুখে দিয়ে আমাদের কথা গুলো বের করতে হবে। মাসুদ রানা যদি একা এত কিছু করতে পারে আমরা কেন পারবনা? দয়া করে কেঊ আবার দিবা স্বপ্ন বলে ঊড়িয়ে দেবেন না, চোখের ঊপর আরব বসন্ত প্রমান।
আমার প্রিয় সহযোদ্বারা
সামু যেন আমার কাছে না হয় আমার লেখা নির্বাচিত পোষ্টে যাবার এক মাত্র আত্ততৃপ্তির আনন্দ। আমাদের হাতে বিরাট এক এক অস্ত্র আছে সেটা হল এই সামু, আমাদের আছে কিছু জানবাজ কর্মী যারা দেশের জন্য কিছু করতে সব সময় উন্মুখ, আমরা একটা প্লাটফর্ম তৈরী করি একটা ছোট রুম ভাড়া নেই যেখান থেকে শুরু হোক দেশের মানূষ কে নির্বাচনী ইশতেহার বুজানোর পালা। আমরা ৩/৪ জনের এক একটি দল তৈরী করে শুরু করে সাধারন মানুষ কে বুজানোর চেষ্টা করি আওয়ামী, বিএনপি নয় আমরা বাংলাদেশকে ভোট দেব, ভাল মানূষকে ভোটদেব (কারো কোন মতামত থাকলে আলাপ করতে পারেন)।
অগ্রগামী ব্লগাররা
আমার এই অবার্চিনতাকে ক্ষমা করবেন সিনিয়র ব্লগার, প্রবীন ব্লগার যে নামেই ডাকি না কেন গোলাপ সব সময় ই গোলাপ, আপনারা কেন আজকে নিষ্ক্রিয়? তবে কি আপনারাও নির্বাচিত পোষ্টের মোহে আবদ্ব? কেন হবে? আপনাদের কি কোন দায় নেই? নতুন ব্লগারদের পথ দেখানের জন্য। নতুন ব্লগারদের ভ্রান্তির জন্য আমি আপনাদের নিষ্ক্রিয়তা কে দায়ী করব। আসুন কথা বলি ব্লগ খবরের কাগজ না, নয় কোন +১৮ প্লাস পোষ্ট এর জায়গা। ভাল লেখার কদর সব সময় ই হবে। আপনারা কথা বলুন শুধু চেয়ে থাবেন না, যদি চেয়েই থাকেন তবে কিসের অগ্রগামী?
আমার কথা
আমি সামান্য ২/৪ লাইন লিখছি, শিখছি। তবে ভাল লেখার একমাত্র পন্থা যে প্রচুর পড়াশুনা সেটুকু নিয়ে আমার কোন দ্বিধা নেই।
আচ্ছা পাকিস্তানি রা আমাদের কাতোটুকু ক্ষতি করচে? ৩০ লাখ মানুস মারছে………। আমি সোচ্চার কন্ঠে রাজাকারদের ফাসি চাই। শেয়ার বাজ়ার এর হোতারা, ডেশটিনি হোতারা, হলমার্কের হোতারা যে ২ কোটি মানুষ এর জ়ীবন ধংস করছে……। এরা কি রাজাকার না?.........।না কি রাজাকার এর থেকেও খারাপ? এদের একটা জুতসই নাম চাই……।কি নাম এ এদের ডাকব? আপনার সমস্ত ঘৃনা দিয়ে একটা নাম দিন।
অতীত চির কাল আমার কাছে গৌরবের কিন্ত সেই অতীত নিয়ে আমি পরে থাকতে রাজি নই। নিরীহ বাংলাদেশীদের মেরে তৎকালীন কিছু মানুষ রাজারাক উপাধি পেয়েছে। আমার প্রশ্ন বিশ্বজিৎ এর হত্যাকারীরা, শেয়ার বাজার চক্রান্তকারীরা, ডেসটিনি হোতারা, হলমার্ক এর নায়করা এরা ওই সব রাজাকার এর থেকে কতটুকু ভাল।
যেসব বাংলাদেশি রাজনীতিদের স্বেচ্ছাচারীতার জন্য দেশের যে সব মেধাবীরা ইওরোপ, আমেরিকায় হিজরত করছে তারাও কি শহীদ না আমার সোনার বাংলার প্রেক্ষাপটে? আমাকে বলুন তো এই সব রাজনীতিকদের বিরুদ্বে আপনি কি করছেন? ’৭১ এর আমাদের মুক্তিযোদ্বাদের মত আপনি কি সাহসী কোন পদক্ষেপ নিছেন?
আমাকে বলুন আমাদের রাজনীতিক আর পাকিস্তানী হানাদারদের মধ্যে পার্থক্য কি? পাকিস্তানীরা যেমন আমাদে্র শুষে সব কিছু নিয়ে গেছিল আমাদের রাজনীতিকরাও তাই করছে? নয় কি? বড় বড় নেতা সাবার বিদেশে বাড়ী আছে? আমাকে বলুন আমাদের রাজনীতিক আর পাকিস্তানী হানাদারদের মধ্যে পার্থক্য কি?
আর পারিনা ভাই।কোন দেশে আছি যেখানে নিজের আর কুত্তার জীবনরে সমান মনে হয়। যত দিন নিজের জীবন দিতে না পারব দু হাত তুলে মোনাজাত করব পরম করুনাময়ের কাছে তুমি ওদের ওপর গযব নাজিলকর। আল্লাহ্ তুমি সর্বউত্তম ফয়সালার মালিক। আমার এ লেখা কি আমাকে রাস্ট্রোদ্রোহী বলবে? বলুক মুক্তিযোদ্বাদের শুরু হয়েছিল রাস্ট্রোদ্রোহী খেতাব দিয়ে।
জেগে উঠুন নিজের জন্যে আপানার উত্তরসুরীর জন্য (আমার একটি প্রথম দিকের লেখা থেকে সংকলিত)
আমার লেখনিতে হয়ত গলদ থাকতে পারে কিন্ত আমার চেতনায় বাংলাদেশ।
বাংলাদেশ অমর হোক।আমি স্বপ্ন দেখি এই দেশ ইউরোপ আমিরিকার নেতৃত্ব দিচ্ছে
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




