গো-আ http://en.wikipedia.org/wiki/Ghulam_Azam
নিযামী Click This Link
মুজাহিদ http://en.wikipedia.org/wiki/Ali_Ahsan_Mujahid
কামারুজ্জামান Click This Link
কাদের মোল্লা Click This Link
বাচ্চু রাজাকার Click This Link)
সাকা Click This Link
কি বুজলেন? উনারা আসলে ফেরেশতা। উইকিপিডিয়াতে জামাতী রাজাকারদেরকে ফেরেশতা বানাতে জামাত গত ৬ মাস ধরে কাজ করেছে, পেইড লেখকদেরকে অনেক টাকা দিয়ে এসব নিবন্ধ ধুয়ে মুছে সাফ করেছে, শোনা যাচ্ছে জামাত বেশ মোটা টাকায় একটি বিদেশী পাবলিক রিলেশন্স ফার্মকেও এই কাজটা দিয়েছে।
ওখানে পড়লে মনে হয় এরা নিরীহ গো বেচারা। এদেশে এরা অন্যয়ের শিকার। একজন বিদেশি যখন এটা পড়বে কি মনে করবে? এ অবস্থা কে পরিবর্তন করবে? আপনি…… আমি। শুরু হোক সত্য জানানোর যুদ্ধ বিশ্ববাসীকে।
কি ভাবে উইকিতে কাজ করবেন?
১। কোন নিবন্ধে কী কী ভুয়া তথ্য আছে, সেগুলা খুঁজে বের করুন
২।কী তথ্য ঢুকাতে হবে তা চিন্তা করে দেখুন আর গুগলে একটা সার্চ দিয়ে পত্রিকার রেফারেন্সটা বের করে নিন
৩। তার পর সেই তথ্যটা এডিট বাটনে ক্লিক করে যোগ করে দিন।
চলুন সবাই মিলে ঝাপিয়ে পড়ি
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




