কোনো ধর্মই অশ্লীলতা, ধ্বংস, হত্যা শেখায় না। এগুলো করি আমরা নিজেদের দুর্বলতা, পারিপার্শ্বিক প্রতিকূলতা ইত্যাদি থেকে। ফলে আমি মনে করি পাপাচারের ফলে ধর্মকে দোষারোপ করা মূর্খতার সামিল। ধর্ম কেবল বলে দেয় কোনাটা পাপ আর কনটা পুণ্য, আর দেখিয়ে দেয় পুণ্যের রাস্তায় চলার সরল পথ। সেই পথে চলা না চলা ব্যক্তির একান্ত বিষয়।
কিন্তু কিছুদিন যাবত বিশেষ ধর্মাবলম্বী আমার কিছু "বন্ধু" বার বার মুসলমানদের বিরুদ্ধে কিছু পরিসংখ্যান দেখিয়ে বলতে চাচ্ছে যে মুসলিমরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি এবং বুঝাতে চাচ্ছে এর জন্যে ইসলাম দায়ী।
কথায় আছে "মিথ্যা ৩ প্রকার -
১) মিথ্যা, ২) ডাহা-মিথ্যা, ৩) পরিসংখ্যান।"
যাই হোক -
প্রথমত, যারা এমনটা করে থাকেন আমার দৃষ্টিতে তারা Racist বা বর্ণবাদী। আপনাদেরকে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে।
দ্বিতীয়ত, আপনারা এসব আজে-বাজে তথ্যের উৎস থেকে দূরে থাকুন কারণ তারা আপনার Brain-Wash করছে। Brain-Wash মন্দ কিছু না। Brain-এ ময়লা জমে গেলে Wash করা লাগতেই পারে। কিন্তু Wash করতে শাবানের যায়গায় এসিড ব্যবহার করলে সমস্যা।
যা হোক। দেখি পরিসংখ্যান কী বলে -
> মুসলিমরা নাকি বিশ্বের সবচেয়ে বেশি পর্ণ দেখে। এমন বর্ণবাদী পরিসংখ্যানও যে হতে পারে আমার জানা ছিল না। ভালো কথা। এই হল লিঙ্ক - Wikiislam
(উল্লেখ্য - এই পরিসংখ্যান তৈরিকারীরা কিন্তু নন-মুসলিম।)
তাহলে কি হিন্দু, বদ্ধ, খ্রিষ্টানরা পর্ণ দেখে না? দেখে তো। কম দেখে হয়তো বা। তাই স্বাভাবিক যদি নিচের লিঙ্কে পাওয়া পরিসংখ্যানে বিশ্বাস করি - Rape_statistics
Times of India (2012-12-27)
ranker.com - countries-with-the-highest-crime-rates
Wikipedia - List of countries by intentional homicide rate
এখানে জানা যায় পৃথিবীর সবচেয়ে বেশি রেপ হয় আমেরিকার পর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে। সাম্প্রতিক চলমান বাসে রেপের হিড়িকের কথা কারোই অজানা নয়।
Rape fastest growing crime in the India
Top 10 Highest Crime Rate List-এ একটা ও মুসলিম প্রধান দেশ পেলাম না
তবে Top 10 Lowest Crime Rate List-এ ৩টা মুসলিম প্রধান রাষ্ট্র আছে যার মধ্যে আমাদের বাংলাদেশ ও রয়েছে।
প্রাণপ্রিয় ভারতকে এই লিস্টে না পেয়ে মনটা খারাপ লাগছে।
UNODC's global study Report অনুযায়ী
যে সকল দেশে সবচেয়ে বেশি হারে মানব হত্যা ঘটে তাদের লিস্টে -
[Lowest 0 to Highest 100]
> United Arab Emirates - 0.8 points
> Oman - 0.7 points
> Bahrain - 0.6 points
> Saudi Arabia - 1.0 points
> Egypt - 1.2 points
> Morocco - 1.4 points
> Somalia - 1.5 points
> Iraq - 2.0 points
> Afghanistan - 2.4 points
> Bangladesh - 2.7 points
> (প্রাণপ্রিয়) India - 3.5 points
> (সভ্যতার শিক্ষক) United States - 4.8 points
আর সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটে লাতিন আমেরিকা অঞ্চলে (আমাদের বাম-পন্থি "কুশিল" সমাজের বাপ-দাদারা)
###############################################
সবশেষে একটা Conclusion-এ আসা যায়। আমরা পর্ণ দেখে থিওরি করি।
উনারা রেপ করে প্রাক্টিকাল করেন।
তাই আমরা অসভ্য আর উনারা বাবু।
[বি:দ্র: এই পোস্ট কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার উদ্দ্যেশ্যে নয় বরং যারা এ ধরনের ফালতু পরিসংখ্যান দেখিয়ে সাম্প্রদায়িক দাংগার উসকানি দিয়ে থাকে তাদের মূখ বন্ধ করার জন্যে। বাস্তবে আমরা সকলেই মানুষ - সকলেই একই মা-বাবার (আদম-হাওয়া) সন্তান - তাই সকলেই দোষ ত্রুটি যুক্ত। আমি কোনো বিশেষ অঞ্চলের মানুষের মনেও আঘাত করতে চাই না। কেবল দেখাতে চাই যে এভাবে পরিসংখ্যান নিয়ে অনেক খেলাই করা যায়। এসবের কোনো শেষ নেই। আসুন শান্তির পথে। কাদা ছোড়া-ছুড়ি বন্ধ করি। ওগুলো রাজনীতিবিদদের কাজ, আমাদের না।]
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



