অতি সম্মানীয় বাড়ীওয়ালার মেয়েরা,
বিনীত নিবেদন এই যে, আমরা (ব্যাচেলর) আপনাদের বাবার কাছে কি অপরাধ করেছি যে আমাদের অবিবাহিত থাকার দরুণ বাসা ছাড়তে হবে বা ভাল কোন বাসা ভাড়া পাব না ???
প্রতি বছর উচ্চশিক্ষা, চাকুরী, ব্যবসাসহ নানা প্রয়োজনে অনেক ব্যাচেলরকে ঢাকাতে বসবাস করতে হয়। আর তারা এই শহরে এসে প্রথম ধাক্কা খায় ব্যাচেলর বিড়ম্বনায়। ব্যাচেলর থাকা যেন মহাপাপ !!!
প্রিয় বাড়ীওয়ালার কন্যাগণ আপনার একটু ভেবে দেখুন আমরা(ভাড়াটিয়া'রা) যদি ঢাকায় না আসতাম তাহলে আপনাদের বাবাদের কি অবস্থাটা-ই হত।
অথচ দেখুন আপনাদেরকে পাত্রস্থ করার সময় ঠিকই কোন একজন ব্যাচেলরের খোজে ব্যস্ত হয়ে পড়েন। তখন মনে থাকে না যে, এই ছেলেটি ও ব্যাচেলর আর যে তার বাড়ী ভাড়া নিতে চায় সে'ও ব্যাচেলর।
কারণ তখন কন্যা নিয়ে প্রশ্ন !!!!
কাজেই আপনারাই পারেন আমাদের মত ব্যাচেলরদের এই দুর-অবস্থা দূর করতে। আপনারা এগিয়ে এসে আমাদের এই ব্যাচেলর দশা থেকে মুক্ত করে অনন্ত একটি সুন্দর বাসা'য় বসবাসের নিশ্চয়তা দানে মর্জি হয়...
..................................................... বিনীত নিবেদক
এক হতভাগা ব্যাচেলর
{বি.দ্র. এই পোষ্ট দেইখ্যা আবার কেউ ভাববেন না যে আমি শাদী করবার চাচ্ছি !!! এটা শুধুমাত্র অহম্মক বাড়ীওয়ালাদের জন্য হাল্কা বাঁশ মাত্র।}
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




