অনেক বেশি আশা করেছিলাম এবারের কোন আড্ডা বা ব্লগ দিবস অনুষ্ঠান মিস করব না। কিন্তু বিধি বাম...
এমন এক ভাইরাস শরীরে ভর করল যে এটা নিয়ে ঘরের বাইরে গেলে অন্যের শরীরে এইটা ট্রান্সফার হবার সমূহ সম্ভবনা আছে। তাই এই ভাইরাস সাথে নিয়ে এসে কোন ব্লগার বন্ধুর কষ্টের সৃষ্টি করতে চাইলাম না।
জ্বী গত ৪ দিন ধরে আমি চিকেন পক্স রোগে আক্রান্ত।
ডাক্তারের ভাষ্যমতে এই রোগ নাকি সবার জীবনে একবার হয়, একবার হয়ে গেলে নাকি আর কখনো হয় না। কাজেই যারা ভাবতেছেন আমার এখনও হয় নাই... তাহলে বলি ওয়েট করেন !!!
আমাকে সম্ভবত আরো ৪/৫ দিন এভাবে রুমবন্দী থাকতে হবে।
আমার জন্য সবাই দোয়া রাখবেন।
অবশ্য এই রোগটা হওয়াতে একটা সুবিধা হইছে তা হল সারাদিন বইসা ব্লগ দেখতে পারি !!!
**আপনারা এই পোষ্ট পড়ার সময় একটু দূর থেকে পড়িবেন (যদি এইটা ওয়েবে মাধ্যমে ছড়ায়)
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



