কী নেই মেলাতে? মেলার সব চরিত্রের উপস্হিতির পাশাপাশি আয়োজন ছিল শোক মাতম ও তাজিয়া মিছিলের। দুপুরে মিছিল শুরুর আগেই জানা গেল নিরাপত্তার কারণে এখানে রেড এলার্ট জারি আছে। অবাক হয়ে আবিষ্কার করলাম চারিদিকে প্রচুর নিরাপত্তা সদস্যরা মোতায়েন রয়েছেন - যা প্রথমে নজর এড়িয়ে গিয়েছিল। দু’বছর পূর্বে বোমা পাওয়া গিয়েছিল বিধায় ওই ব্যবস্হা। অতএব মিছিল দেখার বিষয় বাদ দিয়ে মেলা প্রাঙ্গন ত্যাগ করলাম।
উল্লেখ্য এবারের নবম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জের আংশিক) আসনের বিজয়ী মহাজোট প্রার্থী জনাব নওয়াব আলী আব্বাছ খান (জাতীয় পার্টি) উক্ত নওয়াব পরিবারের সদস্য।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




