পৃথিবীর কয়েক কোটি মানুষের ভেতর রয়েছে ক্ত রকম বিচিত্র আইডিয়া । ঠিক তেমনই একটা আইডিয়া বাস্তবে প্রকাশ করেছেন David Roberts নামক একজন ব্যক্তি । তিনি সম্প্রতি মোরগ-মুরগীর থাকা ও খাওয়ার হোটেল খুলেছেন এবং অত্যন্ত সফলতার সাথে তিনি এই হোটেল চালাচ্ছেন। হোটেলটি ইংল্যান্ডের Helston এ অবস্হিত। Roberts এর মতে, এটি পাঁচতারা সমমানের এবং ঘরে চিকেনের জন্য রয়েছে বিলাসবহুল বিছানার ব্যাবস্হা। অবসর কাটাতে যাওয়ার সময় অনেকে তার পোষা মোরগ-মুরগী এই হোটেলে রেখে যান। আর এই হোটেলে রেখে গেলে থাকা-খাওয়া সহ দেখাশোনার কোন রকম চিন্তা করতে হয় না।
বিশেষ করে , ডিসেম্বর মাসে এই হোটেল সম্পূর্ন বুক থাকে যখন এই মোরগ মুরগীর মালিকেরা ছুটি কাটাতে যান।
চলুন সনামধন্য এই হোটেলের কিছু ছবি দেখি –
এটা হল Welcome Food -
এভাবে কাস্টমার থেকে অর্ডার নিচ্ছেন হোটেল মালিক –
অর্ডার রেডি -
খাবার পরিবেশন করা হচ্ছে -
সর্বশেষে হালকা পানির ব্যবস্থা – ( তবে পাগলা পানি কিনা জানি না !! )
অতিথি বিশ্রাম নিচ্ছে –
অবশেষে হোটেল মালিক অতিথিদের কে গল্প পড়ে শুনাচ্ছে -
আসুন এক নজরে এই মোরগ মুরগীর আবাসিক হোটেলের যাবতীয় তথ্যাদি দেখি ঃ
*এখানে মোরগ-মুরগীর থাকা ও খাওয়ার সুব্যাবস্হা রয়েছে।
*এখানে প্রতি ঘরে আটটি করে মুরগীর থাকার ব্যাবস্হা রয়েছে।
*এখানে প্রতি রাত থাকার ভাড়া শুরু হয়েছে ২ পাউন্ড থেকে।
*খাবারের জন্য প্রতিদিন খরচ ৭৫p
*অফার চলাকালীন শুধুমাত্র থাকার খরচে বুফে নাস্তা, লান্চ ও ডিনার ফ্রি দেয়া হয়ে থাকে।
*এখানে অতিথি (মোরগ-মুরগী) হোটেল গ্রাউন্ডে শুধুমাত্র দিনের বেলায় বিচরন করতে পারবে। কিন্তু রাতে না।
এদের আবার একটি ওয়েব সাইট ও আছে – চলুন দেখি এখানে ক্লিক করে - http://www.thechickenhotel.co.uk/
ফেইস বুক এ একটি পেইজ ও আছে -
https://www.facebook.com/thechickenhotel
তো আর দেরী কেন, আজই কোন ছুটিতে যাবার আগে আপনার মোরগ মুরগীর আবাসিক থাকার ব্যবস্থা নিশ্চিত করে যান ।
ধন্যবাদ
এই লিখাটির সুত্র উল্লেখ করে দেয়া আছে ইংরেজী থেকে শুধু বাংলা করা হয়েছে। কারো কোন আরটিকেলের সাথে আংশিক বা হুবুহু মিলে গেলে আমি দুঃখিত ।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




