Bloemencorso Zundert – হল পৃথিবীর সর্ব বৃহৎ ফুলের ভ্রাম্যমান প্রদর্শনী । প্রতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম রবিবার এটি অনুষ্ঠিত হয় নেদারল্যন্ড এ।
ফুলের এই ভ্রাম্যমান প্রদর্শনী তে বিভিন্ন প্রকার স্টিল , হার্ডবোর্ড এবং বিভিন্ন প্রকারের শক্ত বোর্ড দিয়ে তৈরী ফ্রেম এর ওপর ফুল দিয়ে বিভিন্ন প্রকার বস্তু ,পশু পাখি এবং মানুষের আকৃতি দেয়া হয় ।
প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভিড় জমায় নেদারল্যন্ডে । প্রতিবারের মত এই বার ও অনুষ্ঠিত হয়ে গেল পৃথিবীর সর্ব বৃহৎ ফুলের ভ্রাম্যমান প্রদর্শনী আসুন দেখি সেগুলো থেকে নির্বাচিত কিছু আসাধারন ছবি।
২০১২ সালের ছবি -
আসুন সবার দেখি এই প্রদর্শনীর দর্শকদের একাংশ -
দেখেন না কি মনোযোগ দিয়ে দেখতেছে সবাই !!
২০১১ সালের ছবি -
২০১২ সালে অনুষ্ঠিত ফুলের ভ্রাম্যমান প্রদর্শনী তে কে পেল ১ম, ২য় এবং ৩য় পুরস্কার তার বিস্তারিত জানতে দেখুন নিচের লিঙ্ক এ - Click This Link
২০১২ এর ভিডিও লিঙ্ক দেখতে ক্লিক করুন - http://www.youtube.com/watch?v=1r5svlsqExo
ধন্যবাদ
লেখাটি ইন্টারনেট থেকে সংগ্রহীত শুধু বাংলায় রূপান্তরিত । কারো কোন আর্টিকেলের সাথে মিলে গেলে আমি আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থী ।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





