মানুষ প্রতিনিয়তই সকল প্রকার অসাধ্য সাধন করার চেস্টা চালিয়ে আসছে।
আর যেখানে হয় বাধা সেখানেই শুরু হয় চেস্টা , এরকম অনেক দেখেছি লেখাপড়া করেছে ইঞ্জিনিয়ারিং এ কিন্তু চাকরী করছে আমাদের গারমেন্টস সেক্টরের মারচেন্ডাইজারে । আবার আমার বন্ধু লেখা পড়া একাউন্টিং এ চাকরি করছে মারচেন্ডাইজারে, বড়ই আজিব ব্যপার । আর আমি কাজ করছি গারমেন্টস সেক্টরে চেস্টা করছি ফটোগ্রাফার হতে বড়ই আজব দুনিয়া !!
আসুন আজ সবার সামনে প্রকাশ করছি আমার তোলা কিছু ছবির ১ম পরব।
১। বুড়িগঙ্গার পানি দুষন
২। যেদিন রাতে আকাশে সবচেয়ে বড় চাদ উঠেছিল সেদিন তোলা
৩। আকাশে গাংচিল
৪। ফুল গুলোর নাম জানিনা
৫। এখান থেকে যে ছবি গুলো দেখবেন সেগুলো সবগুলোই মেইড বাই আমার শশুর বাড়ী
মজার ব্যপার হলো - আজ সকালে বাসায় এসেছে আমার শশুর আসার পর আমাকে বলছে, তোমার শাশুরী তোমার জন্য গাছে ধরা একমাত্র ডালিম এবং ১ খানা কাঠাল পাঠিয়েছে
৬। শশুর বাড়ীর ফরিং
৭। ডালিম ফুল
৮। কি গাছে পাতা কেউ বলতে পারবেন ??
চ ল বে >>>
উপরোক্ত সকল ছবিই আমার নিজের হাতে তোলা । কারো কোন সন্দেহ থাকলে জানাতে পারেন।
ধন্যবাদ সবাইকে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




