# প্রিয় ব্লগাররা,
আন্তরিক শুভেচ্ছা রইলো
আসছে ঈদ, দেশের দৈনিক পত্রিকা গুলোর সাহিত্য পাতায় আসবে দেশের সাহিত্যিক/কবিদের লেখা। দেশের বিভিন্ন দৈনিক/ম্যাগাজিন প্রকাশ করবে ঈদ সংখ্যা। আমরাই বা কেন বসে থাকবো তাই আসন্ন ঈদকে ঘিরে আমরা একটা ই-বুক প্রকাশ করতে যাচ্ছি যেখানে আপনারাই হবেন লেখক আপনারাই হবেন পাঠক। সবার অনুভূতি এক মলাটে বাধতে ই-বুকে লিখতে আগ্রহী ব্লগার/ লেখক/লেখিকাদের কে লেখা পাঠানোর জন্য অনুরোধ করা করছি।
লেখা পাঠাবার বিষয় ও নিয়মাবলী
•ঈদের ছড়া •অনুগল্প •ছোটগল্প •কবিতা •রম্যরচনা •সায়েন্স ফিকশন
•কথা শৈলী •মুক্ত গদ্য •আত্মকথন •স্মৃতিকথা •অনুকাব্য
> এই ব্লগ কিংবা এই ব্লগের বাইরে যে কেউ লেখা পাঠাতে পারেন আপনাদের লেখা সাদরে গ্রহণ করা হবে
> লেখা পাঠানোর শেষ সময় ১৮ ই আগষ্ট-২০১১ খ্রিঃ
> আপনার পাঠানো লেখাটি মেইল করতে হবে [email protected] এই ঠিকানায়
> লেখার সাথে অবশ্যই আপনার নাম ও মেইল এড্রেস পাঠাতে হবে
> অমনোনীত লেখা ফেরত যোগ্য নয় তাই আপনার কাছে লেখার কপি রেখেই পাঠাবেন
> যারা এই ব্লগের নিজস্ব পোষ্ট ভান্ডার থেকে লেখা দিতে চান তারা এই পোষ্ট লিংক দেবেন।
> ই-বুক প্রকাশিত হবে ২৫ শে আগষ্ট।
এখনই লিখতে বসে যান। মনের মাধুরী মেশানো আপনাদের লেখা নিয়ে প্রকাশ করা হবে ই-বুক। আপনাদের লেখার অপেক্ষায়.................
ভালো থাকুন
হেপ্পি ব্লগীং

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




